Shantiniketan Tourism: পর্যটকদের জন্য দুঃসংবাদ! নির্ধারিত জায়গা থেকে সরে যাচ্ছে সোনাঝুরির হাট! শান্তিনিকেতন যাওয়ার আগে জানুন বিশদে!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Shantiniketan Tourism: শান্তিনিকেতনের সোনাঝুরি হাট স্থানান্তরিত করার চিন্তাভাবনা রাজ্য সরকারের
বীরভূম, সৌভিক রায়: প্রত্যেকদিন দেশ -বিদেশের বহু পর্যটক বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণেরর জন্য ছুটে আসেন। আর বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় জায়গা সোনাঝুরির হাট। তবে এই বোলপুর শান্তিনিকেতন থেকে সরে যাচ্ছে বোলপুরের অন্যতম বড় আকর্ষণ, সোনাঝুরির হাট। তবে, এখনই নয়। বন দফতরের জমিতে হাট চলা নিয়ে একটি মামলার নিস্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য সরকার। হাটের জন্যে বিকল্প জমি খোঁজার পাশাপাশি, বীরভূমের আহমেদপুরে বন্ধ হয়ে যাওয়া চিনি কারখানায় একটি ‘বাণিজ্য উদ্যান’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে রাজ্যে সরকারের।
বোলপুর শান্তিনিকেতনের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে রাজ্য ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে সিনার্জি ও বাণিজ্য সম্মেলনে উঠে এল একগুচ্ছ পরিকল্পনা ও বাস্তবায়নের প্রসঙ্গ। সম্মেলনের উদ্বোধনে ছিলেন অনুব্রত মণ্ডল-সহ সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ দফতরের আধিকারিকরা। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষুদ্র শিল্পের জন্য বহু সংকল্প নিয়েছেন, প্রকল্প তৈরি করেছেন, কাজও হয়েছে। বহু বছর ধরে বন্ধ রয়েছে আহমেদপুরের সুগার মিল৷ এবার সেটি চালু করে সেখানে নতুন করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে এমনটাই ঘোষণা করে গেছেন।”
advertisement
আরও পড়ুন : শান্তিপুরের ভাঙা রাসে উপচে পড়ল ভক্ত ও দর্শনার্থীদের জনস্রোত, মুখ্য আকর্ষণ রাই রাজা
এছাড়া, ইলামবাজার, লাভপুরেও ক্ষুদ্র বাজার তৈরির কাজ চলছে৷ সব ক্ষেত্রেই বিনিয়োগ করা হয়েছে৷ এর ফলে কারিগররা, শিল্পীরা উপকৃত হবেন৷ বেশ কয়েকটি হাট খোলা হবে, শিল্পীদেরই সেই হাটে বসতে দেওয়া হবে৷ সোনাঝুরির হাট নিয়ে মামলা চলছে, সেটা বন্ধ হয়ে গেলে, বিকল্প ভাবনা রয়েছে আমাদের।”
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 1:10 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shantiniketan Tourism: পর্যটকদের জন্য দুঃসংবাদ! নির্ধারিত জায়গা থেকে সরে যাচ্ছে সোনাঝুরির হাট! শান্তিনিকেতন যাওয়ার আগে জানুন বিশদে!

