Abhishek Banerjee Challenges Suvendu Adhikari: ছাব্বিশে শুভেন্দুর জেলায় তৃণমূলের টার্গেট কত আসন? জানিয়ে দিলেন অভিষেক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পূর্ব মেদিনীপুরের পাশাপাশি মালদহ জেলার ফল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক৷ নাম না করে দলের একশ্রেণির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷
কলকাতা: রাজ্য রাজনীতিতে এখন পূর্ব মেদিনীপুর জেলায় যে কোনও নির্বাচনই সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে৷ ২০২৬ সালেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় এই সম্মানের লড়াইয়ে জিততে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ শনিবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসন কাঁথি এবং তমলুক দখল করেছে বিজেপি৷ আগামী বছর বিধানসভা নির্বাচনে তার বদলা নিতে মরিয়া তৃণমূল৷ অভিষেক এ দিন নিজেই জানিয়েছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনের মধ্যে ১২টিতেই জেতার লক্ষ্যে ঝাঁপাবে শাসক দল৷
advertisement
advertisement
এ দিন দলের জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সেই নির্দেশই দিয়েছেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা৷ অভিষেক বলেন, পূ’র্ব মেদিনীপুরে বিশেষ নজর দিতে হবে, মিটিং ডাকব। ২০২১-এ ১৬ টি আসনর মধ্যে ৯ টিতে জিতেছি। চিহ্নিত করে ১২ টায় জিততে হবে। ওখানে ঠিক নির্বাচনের দুদিন আগে এনআইএ ডেকে পাঠাবে। আইনত আমরা লড়াই করেছি। এজেন্সি, বাহিনী সবার বিরুদ্ধে আমাদের লড়াই। মানুষকে আরও সতর্ক করতে হবে৷’
advertisement
অভিষেকের দাবি, লোকসভা নির্বাচনে নিজেদের দোষেই পূর্ব মেদিনীপুর জেলায় খাতা খুলতে পারেনি তৃণমূল৷ অভিষেক বলেন, ‘পূর্ব মেদিনীপুরে নিজেদের ঝগড়ায় হেরেছি। কাঁথি অল্প ব্যবধানে হেরেছি। আর একটু সিরিয়াস হয়ে পরিশ্রম করে, সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথি জিততাম। আগেরবার আমি গেছিলাম। এবার আমরা বেশি গুরুত্ব দেব। আমাদের আরও লড়াই করতে হবে। পূর্ব মেদিনীপুর চ্যালেঞ্জ, এদের গণতান্ত্রিক ভাবে বিবস্ত্র করব।’
advertisement
পূর্ব মেদিনীপুরের পাশাপাশি মালদহ জেলার ফল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক৷ নাম না করে দলের একশ্রেণির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ অভিষেক বলেন, ‘মালদহে আমাদের ফল অত্যন্ত খারাপ। ব্লক, জেলা নেতৃত্ব এর জন্য দায়ী। যাঁরা মন্ত্রী হয়েছেন, জেলার বড় নেতা, তাঁরা নিজেদের বিধানসভায় হেরেছেন। নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম ভুল প্রচার করেছে, আমরা পাল্টা জবাব দিতে পারেনি। আমরা ব্যর্থ হয়েছি। বিজেপি আর কংগ্রেস জিতেছে। আমি মালদহ নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করব।’
advertisement
নিচুতলায় দলের সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের উদ্দেশ্যে অভিষেকের পরামর্শ, ‘হাতে আর মাত্র ছয় মাস সময় আছে। পিছিয়ে থাকা বুথ চিহ্নিত করুন। যে সব বিধানসভায় ৭০ শতাংশ বুথে হেরেছি সেখানে বুথ, অঞ্চল সভাপতি বদল করুন। আগে জেলা স্তরে বদল হবে। পরে বাকি বদল হবে। পারফরম্যান্সের ভিত্তিতেই বদল হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee Challenges Suvendu Adhikari: ছাব্বিশে শুভেন্দুর জেলায় তৃণমূলের টার্গেট কত আসন? জানিয়ে দিলেন অভিষেক