পারফরম্যান্সই শেষ কথা দলে, ফের কড়া বার্তা অভিষেকের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
প্রত্যেকের কাজের রিপোর্ট পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷
আবীর ঘোষাল, কলকাতা: পারফরম্যান্সের মাপকাঠিতে সতর্ক করলেন দলীয় নেতা-কর্মীদের। সোমবার দলের ভার্চুয়াল বৈঠকে ফের তৃণমুলের সর্বস্তরের নেতা-নেত্রীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিলেন, ‘‘পারফরম্যান্সই শেষ কথা। এদিন রাজ্য জুড়ে বৈঠকে থাকা নেতৃত্বকে সতর্ক করে তাঁর স্পষ্ট কথা, যারা মনে করছেন, তাদের ভোট হয়ে গিয়েছে তাঁরা ভুল ভাবছেন। যাঁরা মনে করছেন আমার ভোট নয়, তাঁরা ভুল করছেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে দলের নির্দেশ সত্ত্বেও গা লাগাচ্ছেন না, তাঁরা ভুল করছেন। ভবিষ্যতে পারফরমেন্সের ভিত্তিতেই দল আপনাদের ভোটের টিকিট দেবে। এটা ভাল করে বুঝে নিন। ফলে সবকিছু ভুলে গিয়ে দল যে দায়িত্ব আপনাকে দিয়েছে, তা পালন করুন। কোনও কাজ করবেন না, শুধু চেয়ার গরম করার জন্য আপনি থাকবেন, সেটা হবে না। সেক্ষেত্রে দল যথাযথ ব্যবস্থা নেবে।’’
তৃণমূলের সেনাপতির স্পষ্ট বার্তা ‘‘২০২৬ তৃণমূলের লক্ষ্য-আনুগত্য নয়, সংগঠনে পারফরম্যান্স শেষ কথা’’। তৃণমূলে ফিরে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসংস্কৃতি ! ফেরালেন অভিষেকই। কাজ না করলে দলে জায়গা নেই— সোমবার দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবার সেই বার্তা দিলেন।
advertisement
advertisement
বৈঠকে অভিষেক বার বার দলীয় বৈঠকে জানিয়েছেন, তিনি কাজ (পারফরম্যান্স)-এ বিশ্বাসী। ২০২৪ সালের ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি বলেছিলেন, যেখানে যেখানে তৃণমূল লোকসভা ভোটে খারাপ ফল করেছে, সেখানে সেখানে সাংগঠনিক বদল হবে। মাস দু’য়েক আগে জেলাস্তরের সংগঠনে সেই রদবদল করেছে তৃণমূল। বেশ কয়েকটি জেলায় সভাপতি বদল হয়েছে। কাউকে ব্লক স্তর থেকে নিয়ে আসা হয়েছে জেলা স্তরে। আবার কারও পদ তুলে দেওয়া হয়েছে। অভিষেক সেই রদবদলের পরেও স্পষ্ট জানিয়ে দেন, ‘পারফরম্যান্স’-ই হল সেই বদলের সূচক। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন।প্রসঙ্গত পারফরম্যান্স দেখেই বেশ কয়েকটি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বদল করা হয়েছে ৷ আগামীদিনেও সকলের কাজের উপর যে নজর থাকবে তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 9:04 AM IST

