পারফরম্যান্সই শেষ কথা দলে, ফের কড়া বার্তা অভিষেকের

Last Updated:

প্র‍ত্যেকের কাজের রিপোর্ট পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আবীর ঘোষাল, কলকাতা: পারফরম্যান্সের মাপকাঠিতে সতর্ক করলেন দলীয় নেতা-কর্মীদের। সোমবার দলের ভার্চুয়াল বৈঠকে ফের তৃণমুলের সর্বস্তরের নেতা-নেত্রীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিলেন, ‘‘পারফরম্যান্সই শেষ কথা। এদিন রাজ্য জুড়ে বৈঠকে থাকা নেতৃত্বকে সতর্ক করে তাঁর স্পষ্ট কথা, যারা মনে করছেন, তাদের ভোট হয়ে গিয়েছে তাঁরা ভুল ভাবছেন। যাঁরা মনে করছেন আমার ভোট নয়, তাঁরা ভুল করছেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে দলের নির্দেশ সত্ত্বেও গা লাগাচ্ছেন না, তাঁরা ভুল করছেন। ভবিষ্যতে পারফরমেন্সের ভিত্তিতেই দল আপনাদের ভোটের টিকিট দেবে। এটা ভাল করে বুঝে নিন। ফলে সবকিছু ভুলে গিয়ে দল যে দায়িত্ব আপনাকে দিয়েছে, তা পালন করুন। কোনও কাজ করবেন না, শুধু চেয়ার গরম করার জন্য আপনি থাকবেন, সেটা হবে না। সেক্ষেত্রে দল যথাযথ ব্যবস্থা নেবে।’’
তৃণমূলের সেনাপতির স্পষ্ট বার্তা ‘‘২০২৬ তৃণমূলের লক্ষ্য-আনুগত্য নয়, সংগঠনে পারফরম্যান্স শেষ কথা’’। তৃণমূলে ফিরে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসংস্কৃতি ! ফেরালেন অভিষেকই। কাজ না করলে দলে জায়গা নেই— সোমবার দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবার সেই বার্তা দিলেন।
advertisement
advertisement
বৈঠকে অভিষেক বার বার দলীয় বৈঠকে জানিয়েছেন, তিনি কাজ (পারফরম্যান্স)-এ বিশ্বাসী। ২০২৪ সালের ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি বলেছিলেন, যেখানে যেখানে তৃণমূল লোকসভা ভোটে খারাপ ফল করেছে, সেখানে সেখানে সাংগঠনিক বদল হবে। মাস দু’য়েক আগে জেলাস্তরের সংগঠনে সেই রদবদল করেছে তৃণমূল। বেশ কয়েকটি জেলায় সভাপতি বদল হয়েছে। কাউকে ব্লক স্তর থেকে নিয়ে আসা হয়েছে জেলা স্তরে। আবার কারও পদ তুলে দেওয়া হয়েছে। অভিষেক সেই রদবদলের পরেও স্পষ্ট জানিয়ে দেন, ‘পারফরম্যান্স’-ই হল সেই বদলের সূচক। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন।প্রসঙ্গত পারফরম্যান্স দেখেই বেশ কয়েকটি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বদল করা হয়েছে ৷ আগামীদিনেও সকলের কাজের উপর যে নজর থাকবে তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পারফরম্যান্সই শেষ কথা দলে, ফের কড়া বার্তা অভিষেকের
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement