হোম /খবর /কলকাতা /
গোষ্ঠীদ্বন্দ্ব থেকে গোঁজ প্রার্থী! বহরমপুর থেকে দলকে বড় বার্তা অভিষেকের

Abhishek Banerjee | Murshidabad: গোষ্ঠীদ্বন্দ্ব থেকে গোঁজ প্রার্থী! বহরমপুর থেকে দলকে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

মুর্শিদাবাদ জেলার জন সংযোগ যাত্রার তৃতীয় দিনেও ব্যাপক সাড়া ফেলে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি। রবিবার প্রথমে ভগবানগোলা থেকে জিয়াগঞ্জে এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা সেরে বহরমপুরের উপর দিয়ে রেনিজগরের উদ্দেশে এগিয়ে যায় নব জোয়ার যাত্রা।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে আরও একবার দলের পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে কড়া বার্তা অভিষেকের৷ রবিবার বহরমপুরের অধিবেশনে থেকে প্রধানদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরে কথা বলতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ বলেন, ‘‘ভাববেন না পঞ্চায়েত প্রধান হয়ে গেলে লাইসেন্স পেয়ে গেলেন। আমি তিন মাস অন্তর অন্তর পর্যালোচনা করব। আমি চারটে পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়া করিয়েছি।’’

এদিন দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতেও কড়া বার্তা দেন তিনি৷ অভিষেকের স্পষ্ট বার্তা, “দল যাকে সিম্বল দেবে দলীয় শৃঙ্খলা মানতে চাইলে আপনার পছন্দ হোক, বা না হোক আপনাদের বৈতরণী পার করতে হবে।’’

আরও পড়ুন: কংগ্রেস ও সিপিআইএম-কে ‘বিজেপির বি টিম’ বলে আক্রমণ! অধীরের বিরুদ্ধে একের পর এক তোপ অভিষেকের

এমনকি, পঞ্চায়েতে গোঁজ প্রার্থী দাঁড়ানো নিয়েও কথা বলেন অভিষেক৷ তাঁর কড়া বার্তা, ‘‘কেউ যদি ভাবে নির্দল হয়ে দাঁড়িয়ে জিতব। তারপর তৃণমূলে ঢুকে যাব। ভাবতেই পারেন। তৃণমূলের তাঁর জন্য দরজা বন্ধ।”

মুর্শিদাবাদ জেলার জন সংযোগ যাত্রার তৃতীয় দিনেও ব্যাপক সাড়া ফেলে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি। রবিবার প্রথমে ভগবানগোলা থেকে জিয়াগঞ্জে এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা সেরে বহরমপুরের উপর দিয়ে রেনিজগরের উদ্দেশে এগিয়ে যায় নব জোয়ার যাত্রা।

আরও পড়ুন: তেইশেই লক্ষ্য ছাব্বিশ! ৪২-এ ৪০ এর পরে ফের টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেকের নব জোয়ার কর্মসূচি বহরমপুরে এসে পৌঁছতেই সংবর্ধনা জানান, বহরমপুর পুরসভার পুরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়। এরপর রেজিনগরে রোড শো করে বেলডাঙার দিকে এগিয়ে যায় নব জোয়ার যাত্রা। বেলডাঙা স্টেডিয়াম ময়দানে অন্য মেজাজে ফুটবল খেলতে দেখা যায় অভিষেককে। সেখানে প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর সেখান থেকে নওদায় রোড শো করে হরিহরপাড়ায় এসে পৌঁছন। হরিহরপাড়ার দাঁতনপুর কিষান মান্ডিতে জনসমাবেশ করেন। এরপর সেখান থেকে চলে যান বহরমপুর। বহরমপুর স্টেডিয়ামেই রাত্রিবাস করবেন অভিষেক।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Abhisek Banerjee