Abhishek Banerjee: হাইকোর্টে ধাক্কা অভিষেকের...! দিনভর দৌড়েও ব্যর্থ আইনজীবীরা! দ্রুত শুনানির আবেদনে 'স্পষ্ট' যা জানিয়ে দিলেন বিচারপতি

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee
কলকাতা: হাইকোর্টে অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনভর দৌড়েও শুনানি করতে অপারগ অভিষেকের আইনজীবীরা। কোনও রক্ষাকবচ জোগাড়েও ব্যর্থ অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সপ্তাংশু বসু বৃহস্পতিবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। যার উত্তরে প্রধান বিচারপতি বলেন,”আমরা তো মামলা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছি।” আইনজীবী সওয়াল করে বলেন, “ওই বেঞ্চ জানিয়েছে আজকে মামলার খুব চাপ রয়েছে। তাই শুনতে পারবে না।”
advertisement
প্রধান বিচারপতি তাতে বলেন, “আপনারা তা হলে গরমের ছুটির মধ্যে প্রথম অবকাশকালীন বেঞ্চে যান। আইনজীবী বলেন, “ধর্মাবতার, দেরি হয়ে যাবে। এখনও দু’দিন। তার আগে যে কোনও দিন দ্রুত শুনানির ব্যবস্থা করুন।” কিন্তু হতাশ করে প্রধান বিচারপতি উত্তরে জানান, “কিছু হবে না। আর দু’দিনে কিছুই হবে না। আমি অনুমতি দিচ্ছি অবকাশকালীন বেঞ্চে যান।
advertisement
এরপরে কথোপকথন এই ভাবে এগোতে থাকে :– আইনজীবী: দয়া করে একটু বিবেচনা করুন। প্রধান বিচারপতি: সম্ভব নয়। আজ দুপুরের পর আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ব। প্রতিটি বেঞ্চেরই অনেক কাজ রয়েছে। আইনজীবী: ধর্মাবতার, আমার মক্কেলের সমস্যা রয়েছে। প্রধান বিচারপতি: সম্ভব নয়! আইনজীবী: ধর্মাবতার, তা হলে আপনি এটা নিশ্চিত করে দিন এই আগামী দু’দিনে কিছু হবে না। এই মামলার অন্য পক্ষও এখানে উপস্থিত রয়েছে। প্রধান বিচারপতি: এটা আমরা পারব না। কারণ, মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয় নয়। আমি শুধু অনুমতি দিতে পারি মামলা দায়েরের। অনুমতি দিচ্ছি অবকাশকালীন বেঞ্চে যান।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: হাইকোর্টে ধাক্কা অভিষেকের...! দিনভর দৌড়েও ব্যর্থ আইনজীবীরা! দ্রুত শুনানির আবেদনে 'স্পষ্ট' যা জানিয়ে দিলেন বিচারপতি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement