Abhishek Banerjee: টার্গেট মতুয়া ভোট! 'পাশেই আছি...' তৃণমূল কংগ্রেসের তরফে বার্তা অভিষেক বন্দোপাধ্যায়ের
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: ভোটের আগে পাশে থাকার বার্তা দিলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে সতর্ক শাসকদল তৃণমূল কগ্রেস। মতুয়াদের এবার তাই ভোটের আগে পাশে থাকার বার্তা দিলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদল অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য রাজনৈতিক দলগুলি বারবারই অবহেলা করেছে মতুয়াদের, এমটাই আরও একবার মনে করালেন অভিষেক। বিভিন্ন প্রকল্প নিয়ে মতুয়াদের যে পাশেই আছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবার দলের পক্ষ থেকে সেই অবস্থান বোঝাতে ভিডিও বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

advertisement
উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে আজ থেকে শুরু হল মতুয়া মেলা। এই উপলক্ষে দেওয়া একটি ভিডিও বার্তায় অভিষেক উল্লেখ করেছেন, "পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবসের পুণ্য লগ্নে, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
advertisement
মতুয়া ধর্ম মহামেলা কেবলমাত্র মতুয়া সম্প্রদায়ের জন্যই নয়, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যও তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান।বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারের চরম অবহেলায় জীবন কাটানোর পর, নমশূদ্র-মতুয়া সম্প্রদায়ের জীবনে আশার আলো নিয়ে এসেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করে তৃণমূল কংগ্রেস সরকার তাঁদের উন্নয়নকে সুনিশ্চিত করেছে। মতুয়া সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সমুন্নত রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিবোল।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 11:56 PM IST