Abhijit Ganguly: পদ্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা অমিত শাহের সঙ্গেও! দাঁড়াবেন কোন কেন্দ্র থেকে?

Last Updated:

Abhijit Ganguly: বিজেপিতে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ''বাংলাকে দুর্নীতিমুক্ত করাই প্রথম লক্ষ্য। বাংলায় বিজেপির আসা খুব দরকার।''

বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগেই রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি। সেই কথা রাখলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির সল্টলেক অফিসে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি।
এদিন বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ”বাংলাকে দুর্নীতিমুক্ত করাই প্রথম লক্ষ্য। বাংলায় বিজেপির আসা খুব দরকার। দুর্নীতিগ্রস্ত দল ও সরকারের হাত থেকে বাংলাকে রক্ষা করাই প্রথম লক্ষ্য। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্ব পালন করব।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলার বিচারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকেই তাঁর রাজনীতিতে আসা ও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয় বাংলায়। এ নিয়ে তাঁকে এই নিয়ে তীব্র নিশানা করেছেন তৃণমূল নেতারা। বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কলকাতা হাইকোর্টের একটি বিষয় উত্থাপিত হয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, ”অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুবিধাবাদী। উনি অপরচুনিস্ট, দেখলেন তো।”
advertisement
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের চেম্বারে গিয়েও পদত্যাগপত্রের প্রতিলিপি জমা দেন। এর পর দুপুরে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যাওয়ার ঘোষণা করেন তিনি। সেই ঘোষণা অনুযায়ীই অবশেষে বিজেপিতে যোগ দিলেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Ganguly: পদ্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা অমিত শাহের সঙ্গেও! দাঁড়াবেন কোন কেন্দ্র থেকে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement