Fire: দাউ দাউ করে জ্বলল জ্যাকলিন ফার্নান্ডেজের বিলাসবহুল আবাসন, কেমন আছেন অভিনেত্রী?

Last Updated:

Fire: প্রথমে বহুতলের ১৩-তলার রান্নাঘরে প্রথমে আগুন লাগে। আবার ওই বহুতলেই ৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

জ্যাকলিন ফার্নান্ডেজের বিলাসবহুল ১৭-তলা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জ্যাকলিন ফার্নান্ডেজের বিলাসবহুল ১৭-তলা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড
মুম্বইঃ বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ল মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার পালি হিলের নওরোজ হিল সোসাইটিতে। এই বহুতলেরই বাসিন্দা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। চারটি ফায়ার ইঞ্জিন, তিনটি বিশাল ট্যাঙ্কার এবং একটি ব্রিদিং অ্যাপারেটাস ভ্যান সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে ওই বহুতলের ১৩-তলার রান্নাঘরে প্রথমে আগুন লাগে। আবার ওই বহুতলেই ৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পুরকর্মীরা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, রাত ৮টা নাগাদ নার্গিস দত্ত রোডে অবস্থিত ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আগুন লাগে। যিনি ওই আগুন লাগার খবরটি দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে, নওরোজ হিল সোসাইটির ১৪-তলার একটি ঘরেই সীমাবদ্ধ ছিল আগুন।
advertisement
আরও পড়ুনঃ শুধু হোলি বা দোলের সময়ই মেলে ‘এই’ ফল! মালা গেঁথে পরেন, কুল ভাবছেন? ৯৯% মানুষেরই উত্তর অজানা, আপনি বলুন দেখি…
২০২৩ সালে মুম্বইয়ের ওয়েস্ট বান্দ্রার পালি হিলের মতো অভিজাত এলাকায় এই বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। গত বছরের জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে নিজের নতুন বাড়ির এক্সটেরিয়র দেখিয়েছিলেন অভিনেত্রী। এই বিলাসবহুল বহুতলে রয়েছে একাধিক বিকল্প। যেমন – দ্য স্যুইটস, দ্য পেন্টহাউজ, স্কাই ভিলা এবং ম্যানসন।
advertisement
advertisement
আবার জ্যাকলিনের এই বিলাসবহুল বহুতল থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই থাকেন সইফ আলি খান, করিনা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-সহ তাবড় বলিউড তারকারা। এখানেই শেষ নয়, খুব কাছেই থাকেন সলমন খান এবং শাহরুখ খানের মতো বলিউড সুপারস্টার। আবার বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এব দীপিকা পাড়ুকোনও খুব শীঘ্রই ওই একই এলাকায় শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বিলাসবহুল সি-ফেসিং কোয়াড্রুপ্লে এখন তৈরি হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, খুব শীঘ্রই হলিউডে আত্মপ্রকাশ করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ওই ছবিতে অ্যাকশন তারকা জঁ ক্লদ ভন ড্যামের সঙ্গে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জ্যাকলিন। আর পোস্ট করামাত্রই তা নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই সঙ্গে অভিনেত্রী সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে জানিয়েছেন যে, ইতিমধ্যেই ইতালিতে ওই অ্যাকশন-তারকার সঙ্গে ছবির শ্যুটিং করেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Fire: দাউ দাউ করে জ্বলল জ্যাকলিন ফার্নান্ডেজের বিলাসবহুল আবাসন, কেমন আছেন অভিনেত্রী?
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement