Major Air Accident averted at Dumdum Airport: অবতরণের আগে প্রবল ঝাঁকুনি, কলকাতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান, গুরুতর আহত ৩
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল বিমান। বিমানের বেশ কয়েকজন যাত্রী আহত।
#কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) অল্পের জন্য রক্ষা পেল ভিস্তারার ইউকে ৭৭৫ বিমান (Vistara flight UK 775)। সোমবার সন্ধ্যার এই ঘটনায় বিমানের বেশ কয়েকজন যাত্রী আহত হন, তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর।
দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে ফিরছিল বিমানটি।ঝড়-বৃষ্টির জন্য অবতরণের সমস্যা হচ্ছিল। এরপর অবতরণের ঠিক আগের মুহূর্তে বিমানটি প্রবল ঝাঁকুনি খায়। সেই অভিঘাতেই বেশ কয়েকজন কমবেশি আহত হন। প্রথমে বিমানবন্দর কর্তৃপক্ষই প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করে।
8 passengers including 3 suffered major injuries after Vistara's Mumbai-Kolkata flight hit turbulence. The 3 passengers with major injuries shifted to a local hospital in Kolkata: Kolkata Airport Director
— ANI (@ANI) June 7, 2021
advertisement
advertisement
এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের অ্যাম্বুল্যান্স এবং একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল্যান্সে করে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুদীপ রায়, অনিতা আগারওয়াল, তিমিরবরণ দাস নামে বিমানের তিন যাত্রীর ছোট গুরুতর। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2021 7:25 PM IST