বঙ্গ বিজেপির কোর কমিটিতে নতুন ৮ মুখ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
উল্লেখযোগ্যভাবে কমিটিতে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। চার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, নীতীশ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুর রয়েছেন এই কমিটিতে। এছাড়াও সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তকে রাখা হয়েছে৷
#নয়াদিল্লি : সামনে পঞ্চায়েত এবং তারপর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোর কমিটি তৈরি করল বঙ্গ বিজেপি। কমিটিতে যেমন রাজ্য নেতৃত্ব, সাংসদ বিধায়ক ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও। তবে কোর কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে দলের প্রবীণ নেত্রী এবং সাংসদ দেবশ্রী চৌধুরীকে। কোর কমিটির শীর্ষে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। উল্লেখযোগ্যভাবে কমিটিতে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। চার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, নীতীশ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুর রয়েছেন এই কমিটিতে। এছাড়াও সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তকে রাখা হয়েছে কোর কমিটিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতায় রাজ্য বিজেপির একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল। এদিনের বৈঠকে বুথগুলির সশক্তিকরণে জোর দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। দলের কেন্দ্রীয় নেতাদের মত, বুথ শক্তিশালী না করতে পারলে পঞ্চায়েতে ভাল ফল করা যাবে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে এক হয়ে কাজ করতে হবে,কোনও অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত নয়। ব্যক্তি নয়, দলই শেষ কথা। এই ভাষাতেই সাংগঠনিক নেতৃত্বদের কড়া বার্তা দেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডের মত নেতারা।
advertisement
আরও পড়ুন - Kali Puja 2022: গঙ্গা ভাঙনের সর্বগ্রাসী খিদে! এবার নদীগর্ভে তলিয়ে গেল প্রাচীন শ্মশান কালীর মন্দির
advertisement
পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত স্তরে শাসকদলের দুর্নীতি এবং কেন্দ্রীয় প্রকল্পের ঢালাও প্রচারের পরামর্শ দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে এও উপস্থিত বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বকে কড়া নির্দেশ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। বিজেপি সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলের 'সন্ত্রাস' মোকাবিলায় বিজেপি এবার জেলায় জেলায় ' অ্যান্টি রিগিং কমিটি' তৈরি করতে চাইছে। বুথ স্তরে শাসক দলের 'সন্ত্রাস'-এর মোকাবিলায় আলাদা সাংগঠনিক বাহিনী তৈরীর উদ্যোগ। পঞ্চায়েত নির্বাচনেও 'ভরসা' দিল্লির নেতারা?
advertisement
আরও পড়ুন - Bathroom Hacks: বাথরুমের বালতিটার দিকে আর তাকানো যাচ্ছে না, নিমেষেই নতুনের মতো করুন ঘরোয়া পদ্ধাতিতে
গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এক ঝাঁক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী প্রচারে এসেছিলেন। নভেম্বর মাস থেকে বিভিন্ন সংগঠনিক জেলায় জেলায় কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের দিয়ে জনসংযোগের লক্ষ্যে লাগাতার 'প্রবাস' কর্মসূচি পালনের কথা বৈঠকে আলোচনা হয়। ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ বুথ কমিটি তৈরীর নির্দেশও দেওয়া হয় বলে বিজেপি সূত্রের খবর। বিজেপির শীর্ষ নেতারা মনে করছেন, গ্রাম যার বাংলা তার। তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে চাইছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই একদিকে যেমন বুথ সশক্তিকরণে জোর দেওয়ার পাশাপাশি দলীয় ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে ফেলার বিষয়েও গুরুত্ব দিতে চাইছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।
advertisement
RAJIB CHAKRABORTY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2022 12:24 PM IST