Bathroom Hacks: বাথরুমের বালতিটার দিকে আর তাকানো যাচ্ছে না, নিমেষেই নতুনের মতো করুন ঘরোয়া পদ্ধাতিতে
- Published by:Debalina Datta
Last Updated:
Bathroom Hacks: দেখে নেওয়া যাক সহজ উপায়ে কী ভাবে পরিষ্কার করা যায় প্লাস্টিকের বালতি, মগ! দীপাবলির আগে সারা বাড়ির সাফাইয়ের কাজ যখন চলছে, এটাই বা বাকি থাকে কেন!
#কলকাতা: স্নানঘর পরিষ্কার করা এক ঝকমারি। আবার সেই কাজটাই সংসারের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। স্নানঘর ও শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন স্বাস্থ্যের জন্য প্রয়োজন, তেমনই বাড়ির শোভনীয়তার জন্যও জরুরি। আর এই কাজটা করতে গিয়েই সমস্যায় পড়তে হয় সব থেকে বেশি। শৌচাগার, স্নানঘরের মেঝে, দেওয়াল পরিষ্কার করলেই অনেক সময়ই বালতি, মগ পরিষ্কার করতে ভুলেই যাই আমরা। দীর্ঘদিন জল ব্যবহারের ফলে প্লাস্টিকের বালতি বা মগে একধরনের অধঃক্ষেপ জমা হতে থাকে। এর ফলে তা দেখতে খুবই খারাপ লাগে। ওই বালতিতে জামা কাপড় কাচাও ঠিক নয়। আবার ওই বালতি পরিষ্কার করাও খুবই ঝামেলার কাজ।
কিন্তু ঘরে থাকা এই কয়েকটা জিনিস দিয়েই হতে পারে মুশকিল আসান। এক নজরে দেখে নেওয়া যাক সহজ উপায়ে কী ভাবে পরিষ্কার করা যায় প্লাস্টিকের বালতি, মগ! দীপাবলির আগে সারা বাড়ির সাফাইয়ের কাজ যখন চলছে, এটাই বা বাকি থাকে কেন!
advertisement
advertisement
কফি
শুধু রূপ চর্চায় না, প্লাস্টিকের জিনিস পরিষ্কার করতেও কফি দারুন কাজ দেয়। জল রেখে রেখে হলুদ হয়ে যাওয়া বালতিতে খানিকটা কফি মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর জল দিয়ে হালকা ঘষলেই বালতি পরিষ্কার হয়ে যাবে।
গরম জল
প্লাস্টিকের বালতি মগ বা অন্য কোনও জিনিস থেকে জলের দাগ দূর করার সহজ উপায় হল গরম জল। গরম জলে ডিটারজেন্ট পাউডার গুলে নিয়ে বালতি ভিজিয়ে রাখতে হবে। এরপর কোনও ভাল স্ক্রাবার দিয়ে ঘষলেই সহজে তা পরিষ্কার হয়ে যাবে।
advertisement
ভিনিগার
সাদা ভিনিগার যে কোনও ভাবেই ময়লা পরিষ্কার করতে পারে। ফলে গরম জলের সঙ্গে ডিটারজেন্ট না মিশিয়ে ভিনিগারও মেশান যায়। সে ক্ষেত্রে গরম জলের পরিমাণ কম হতে হবে। ২ কাপ সাদা ভিনিগারে সামান্য জল মিশিয়ে একটা স্পঞ্জ দিয়ে বালতি পরিষ্কার করে নিতে হবে।
বেকিং সোডা, লেবুর রস
ভিনিগারের মতোই কাজ করতে পারে লেবুর রস। একটি পাত্রে বেকিং সোডা আর লেবুর রস মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে তরল বাসন মাজার সাবান। কোনও স্ক্রাবার দিয়ে পাঁচ মিনিট ঘষলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে বালতি, মগ।
advertisement
ব্লিচ
প্লাস্টিকের জিনিসপত্র পরিষ্কার করতে ব্লিচও ব্যবহার করা যায়। একটি পাত্রে জল নিয়ে ব্লিচ গুলে নিতে হবে। তারপর একটি কাপড় ভিজিয়ে বালতি পরিষ্কার করে ফেলতে হবে। তবে হাতে গ্লাভস পরে নিতে হবে। না হলে ত্বকের ক্ষতি হতে পারে।
হাইড্রোজেন পারঅক্সাইড
অল্প জলে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে একটি ব্রাশের সাহায্যে বালতিতে ঘষে নিতে হবে। তাহলেই হয়ে উঠবে একেবারে নতুনের মতো!
advertisement
Disclaimer: এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, এই ট্রিকসের পুরো উপযোগিতা বিশেষজ্ঞের পরামর্শ নির্ভর৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 4:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bathroom Hacks: বাথরুমের বালতিটার দিকে আর তাকানো যাচ্ছে না, নিমেষেই নতুনের মতো করুন ঘরোয়া পদ্ধাতিতে