#নয়াদিল্লি: একেতে করোনা মহামারি, তারওপর রাজনৈতিক হিংসা! আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 'ডাবল ট্রাবল'-এর চ্যালেঞ্জ৷ তাই একুশের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তার রূপরেখা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)৷
আগেই জানা গিয়েছিল যে, এবার ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী (Central Reserve Police Force, CRPF) মোতায়েন থাকবে৷ বৃহস্পতিবার সিআরপিএফ-এর ডিরেক্ট জেনারেল কুলদীপ সিং জানালেন যে, ভোটে রাজ্যে থাকবে ৭২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী৷ এর মধ্যে ৪১৫ কোম্পানি ইতিমধ্যেই চলে এসেছে রাজ্যে৷ এমনটাই রিপোর্ট হিন্দুস্তান টাইমস-এর৷
ডিজি কুলদীপ সিং এদিন সিআরপিএফ-এর বার্ষিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোন জায়গায় কোন দফার ভোটে কঠিন হতে চলেছে৷ সেই বুঝে সিআরপিএফ মোতায়েন করা হবে৷ এ রাজ্যে এবার আট দফায় ভোট৷ শুরু হবে ২৭ মার্চ থেকে৷ শেষ দফায় ভোট ২৯ এপ্রিল৷ ২ তারিখ ভোটের ফলপ্রকাশ৷
প্রতিটি কোম্পানিতে প্রায় ১০০ জন জওয়ানকে নিয়ে৷ প্রায় ৭০,০০০ জওয়ান এই রাজ্যে ভোটের জন্য মোতায়েন থাকবেন৷ গত মাসে ৯ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলায়৷ জানা গিয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে রাজ্য পুলিশ ও জেলা প্রশাসনের সিনিয়র আধিকারিকদের সঙ্গেই সিআরপিএফ কাজ করবে৷ আসন্ন বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য কোনও ত্রুটি রাখছে না নির্বাচন কমিশন৷ রাজ্য জুড়ে পুলিশ পর্যবেক্ষক ও সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা৷ এবারের বিধানসভা নির্বাচনে আরও বেশি করে বিশেষ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।