WB Election 2021: ভোটে রাজ্যে থাকবে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী

Last Updated:

একেতে করোনা মহামারি, তারওপর রাজনৈতিক হিংসা! আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 'ডাবল ট্রাবল'-এর চ্যালেঞ্জ৷ তাই একুশের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তার রূপরেখা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন৷

#নয়াদিল্লি: একেতে করোনা মহামারি, তারওপর রাজনৈতিক হিংসা! আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 'ডাবল ট্রাবল'-এর চ্যালেঞ্জ৷ তাই একুশের ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তার রূপরেখা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)৷
আগেই জানা গিয়েছিল যে, এবার ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী (Central Reserve Police Force, CRPF) মোতায়েন থাকবে৷ বৃহস্পতিবার সিআরপিএফ-এর ডিরেক্ট জেনারেল কুলদীপ সিং জানালেন যে, ভোটে রাজ্যে থাকবে ৭২৫ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী৷ এর মধ্যে ৪১৫ কোম্পানি ইতিমধ্যেই চলে এসেছে রাজ্যে৷ এমনটাই রিপোর্ট হিন্দুস্তান টাইমস-এর৷
ডিজি কুলদীপ সিং এদিন সিআরপিএফ-এর বার্ষিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোন জায়গায় কোন দফার ভোটে কঠিন হতে চলেছে৷ সেই বুঝে সিআরপিএফ মোতায়েন করা হবে৷ এ রাজ্যে এবার আট দফায় ভোট৷ শুরু হবে ২৭ মার্চ থেকে৷ শেষ দফায় ভোট ২৯ এপ্রিল৷ ২ তারিখ ভোটের ফলপ্রকাশ৷
advertisement
advertisement
প্রতিটি কোম্পানিতে প্রায় ১০০ জন জওয়ানকে নিয়ে৷ প্রায় ৭০,০০০ জওয়ান এই রাজ্যে ভোটের জন্য মোতায়েন থাকবেন৷ গত মাসে ৯ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলায়৷  জানা গিয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে রাজ্য পুলিশ ও জেলা প্রশাসনের সিনিয়র আধিকারিকদের সঙ্গেই সিআরপিএফ কাজ করবে৷ আসন্ন বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য কোনও ত্রুটি রাখছে না নির্বাচন কমিশন৷ রাজ্য জুড়ে পুলিশ পর্যবেক্ষক ও সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা৷ এবারের বিধানসভা নির্বাচনে আরও বেশি করে বিশেষ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Election 2021: ভোটে রাজ্যে থাকবে ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement