Mamata Banerjee and CV Anand Bose: মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দেই পছন্দ রাজ্যপালের , চার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
University Vice Chancellor: মুখ্যমন্ত্রী-র পছন্দকে মান্যতা দিয়ে। মঙ্গলবার ফের চার বিশ্ববিদ্যালয় এর উপচার্য নিয়োগ হল।
কলকাতা: মুখ্যমন্ত্রীর পছন্দকেই ফের মান্যতা রাজ্যপালের। রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয় নন্দিনী সাহু।
আর চারজন স্থায়ী উপাচার্য নিয়োগে সই করল আচার্য তথা রাজ্যপাল।গত শুক্রবার ৬ টি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷
advertisement
মুখ্যমন্ত্রী-র পছন্দকে মান্যতা দিয়ে। মঙ্গলবার ফের চার বিশ্ববিদ্যালয় এর উপচার্য নিয়োগ হল।
advertisement
প্রসঙ্গত সোমবারই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী-র বৈঠক হয়েছে প্রায় ৪৫ মিনিট। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিনেই তিনি শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। কথা বলেন টেলিফোনে। এমনকী রাজভবনে চায়ের নিমন্ত্রণও জানান।
Somraj Bandopadhay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2024 8:50 PM IST










