১৭৭টি অ্যাকাউন্ট, একাধিক নাম, কিন্তু সই একজনেরই? চমকে দেওয়া তথ্য দিতে পারেন হস্তাক্ষর বিশেষজ্ঞ
- Written by:Arpita Hazra
- Published by:Rachana Majumder
Last Updated:
ব্যাঙ্কিং এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে লেনদেন সংক্রান্ত তথ্য জানার জন্য৷
#অর্পিতা হাজরা, কলকাতা: সিউড়ি সমবায় ব্যাঙ্কে অভিযান চালানোর পর এবার নেওয়া হবে হ্যান্ড রাইটিং এক্সপার্টদের সাহায্য। এখনও পর্যন্ত সিউড়ি সমবায় ব্যাঙ্কে খোলা ১৭৭টি বেনামি অ্যাকাউন্ট দেখে সিবিআই এবার হ্যান্ড রাইটিং এক্সপার্টদের সাহায্য নিতে চলেছে৷ ফর্ম দেখে ধারণা বিভিন্ন নামে একাউন্ট থাকলেও একই ব্যক্তির হাতের লেখা বা সই৷ তাই হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিশ্চিত হতে চাইছে।
এই অ্যাকাউন্ট হোল্ডার বেশিরভাগই পেশায় চাষি। সিবিআইয়ের দাবি, এদের বেশিরভাগই পড়াশোনা জানেন না, সই করতে পারেন না। তাহলে কী করে ব্যাঙ্কের নথিতে সই? কীভাবে অ্যাকাউন্ট খোলা হল? যাঁদের অ্যাকাউন্ট, তাদের না জানিয়ে ভেরিফাই না করে অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর নেপথ্যে কোনও রাঘব বোয়াল?
আরও পড়ুন:লক্ষ্য আসলে লোকসভা, ফেব্রুয়ারিতেই বড় পরিকল্পনা বিজেপির! বঙ্গে রথযাত্রা
সিবিআই সূত্রে খবর, পেনড্রাইভে ইতিমধ্যে যে সব নথি সংগ্রহ করা হয়েছে সেগুলো যাচাই করতে ব্যাঙ্কিং এক্সপার্টদের সাহায্য নেবে সিবিআই। দশ কোটি ছাড়াও আর কোথায় কত লেনদেন সেই বিষয়েও খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে দশ কোটির বেশি কালো টাকা সাদা করা হয়েছে। গরু পাচারে কালো টাকা কী এখানে সাদা করা হয়েছে? প্রশ্ন উঠছে৷ তাঁদের অ্যাকাউন্টে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার লেনদেন হয়েছে, বিভিন্ন ব্যক্তির নামে একাউন্ট থাকলেও তাতে একজনেরই সই। কীভাবে এই একাউন্ট খোলা হল? এই ১৭৭টি অ্যাকাউন্ট কে খুলল? কার নির্দেশে এগুলি অপারেট হত? উঠে আসছে এই সব প্রশ্নও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 06, 2023 5:43 PM IST









