River Rafting Accident: তিস্তায় রিভার র্যাফটিং প্রশিক্ষণে দুর্ঘটনা! তলিয়ে মৃত্যু সেনা জওয়ানের, প্রশ্নের মুখে অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Darjeeling River Rafting Accident: খরস্রোতা তিস্তা নদীতে রিভার র্যাফটিং প্রশিক্ষণ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। ডুবে মৃত্যু হল এক সেনা জওয়ানের। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রিভার র্যাফটিংয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম রাজ শেখর। তিনি ১৯১ আর্টিলারি রেজিমেন্টের লান্স নায়েক পদমর্যাদার জওয়ান ছিলেন এবং শিলিগুড়ি সংলগ্ন ব্যাংডুবি সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। আগামী নতুন বছরে অনুষ্ঠিত হতে চলা একটি জাতীয় স্তরের র‍্যাফটিং প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ইস্টার্ন কমান্ডের সেনা জওয়ানদের প্রশিক্ষণ চলছিল।
advertisement
রবিবার প্রশিক্ষণ শুরু হয় এবং সোমবার ৩৩ ত্রিশক্তি কোরের ১৬ জন সেনা জওয়ানের একটি দল সিকিমের বারদাং এলাকা থেকে তিস্তা নদীতে র‍্যাফটিং শুরু করে। নজরদারির জন্য সেনার আরেকটি দল ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে নদীর পাশ দিয়েই এগোচ্ছিল। র‍্যাফটিংয়ের গন্তব্য ছিল তিস্তা বাজার, কিন্তু তার আগেই বাংলা-সিকিম সীমান্তের তারখোলা এলাকায় ঘটে যায় দুর্ঘটনা।
advertisement
advertisement
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। অতিরিক্ত র‍্যাফ নামিয়ে দীর্ঘ তল্লাশির পর দেহ উদ্ধার করা সম্ভব হয়। দেহ উদ্ধারের পর জওয়ানকে সিপিআর দেওয়া হলেও কোনও সাড়া মেলেনি। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সেনা আধিকারিকরা প্রকাশ্যে মন্তব্য না করলেও কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভুষণ জানান, তিস্তা নদীতে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং বিষয়টি সেনা কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)







