Khejur Gur: শীতের স্বাদে পাটালি, জানুন খেঁজুর গুড় দিয়ে তৈরি পাটালির অজানা গল্প!
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Khejur Gur: খেজুর গুড়ের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। শীত এলেই গ্রামবাংলায় খেজুর গুড়ের পায়েস, লুচি কিংবা নানান ঐতিহ্যবাহী খাবারের কদর বেড়ে যায়। তবে খেজুর গুড়ের আরেক জনপ্রিয় রূপ হল ‘পাটালি’।
খেজুর গুড়ের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। শীত এলেই গ্রামবাংলায় খেজুর গুড়ের পায়েস, লুচি কিংবা নানান ঐতিহ্যবাহী খাবারের কদর বেড়ে যায়। তবে খেজুর গুড়ের আরেক জনপ্রিয় রূপ হল ‘পাটালি’। শীতের মরসুমে এই পাটালির চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না, কীভাবে তৈরি হয় এই সুস্বাদু খেজুর গুড়ের পাটালি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
সংগৃহীত রস ঢালা হয় একটি বড় পাত্রে। এরপর সেই পাত্র বসানো হয় মাটির উনানে। দীর্ঘক্ষণ ধরে রস জ্বাল দিয়ে ফুটানো হয়। প্রায় তিন থেকে চার ঘণ্টা টানা জ্বাল দেওয়ার পর রস ধীরে ধীরে গাঢ় হয়ে গুড়ে পরিণত হয়। গুড়ের রং ও ঘনত্ব ঠিকঠাক হলে পাত্রটি উনান থেকে নামিয়ে নেওয়া হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement








