100 Days Work: ১০০ দিনের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, প্রকাশ্যে টাঙানো হবে তালিকা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
100 Days Work: মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রায় আট হাজার কোটি টাকারও বেশি টাকা এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার।
কলকাতা: ১০০ দিনের টাকায় কৌশলী রাজ্য। উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে। আগামী পয়লা মার্চ ২৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি ১০০ দিনের কাজের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট মারফত টাকা দেবে রাজ্য সরকার। মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রায় আট হাজার কোটি টাকারও বেশি টাকা এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার।
আর সেই টাকা দেওয়াতেই যাতে কোন স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ না ওঠে তা আটকাতেই এবার তালিকায় প্রকাশ্যে দিয়ে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে এসওপি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা। কারা কারা টাকা পেলেন, কত টাকা করে পেলেন, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা থাকেন বিস্তারিত তুলে ধরা হবে সেই তালিকার মাধ্যমে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম ১০০টি হোর্ডিং লাগাতে হবে এই তালিকা দিয়ে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
যে এসওপি বিভিন্ন জেলাশাসকদের পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ব্লক স্তর, মহকুমা স্তর,জেলা স্তর ও রাজ্য স্তরে কন্ট্রোলরুম চালু করতে হবে। ১০০ দিনের কাজের বকে টাকা তারা পাচ্ছেন নাকি? ১লা মার্চের পর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে তার নজরদারি করতে হবে। কন্ট্রোল রুমগুলির দায়িত্ব থাকবেন জেলাশাসকদের অধীনে সিনিয়র অফিসাররা। দ্বিতীয়ত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সচেতনতামূলক বৈঠক করতে হবে যারা উপভোক্তা তাদের নিয়ে।
advertisement
১ মার্চ টাকা পাওয়ার পর ২ এবং ৩রা মার্চ গ্রাম পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি করতে হবে যেখানে বোঝাতে হবে রাজ্য সরকারই টাকা দিয়েছে। তৃতীয়ত দু থেকে তিনজনের সেলফ হেলফ গ্রুপের একটি করে দল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ১০০ দিনের কাজের শ্রমিকদের বাড়িতে যাবেন। বাড়িতে বাড়িতে গিয়ে তারা জানার চেষ্টা করবেন তারা আর কোন টাকা পান নাকি কত টাকা পেলেন সেই সম্পর্কে তথ্য নিতে হবে। চতুর্থতো বড় বড় হোর্ডিং, ব্যানার,ফ্লেক্স লাগাতে হবে জেলা জুড়ে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে এই হোর্ডিং বা ব্যানার গুলি লাগাতে হবে।
advertisement
গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতে মাইকিং ও লিফলেট দিতে হবে। শুধু তাই নয় কালারফুল ট্যাবলো ব্যবহার করতে হবে এই কর্মসূচি প্রচার করার জন্য। যেদিন টাকা দেওয়া হবে সেদিন প্রত্যেক উপভোক্তাদের কাছে এসএমএস পাঠাতে হবে যে রাজ্য সরকার তাদের বকেয়া টাকা দিচ্ছে। সপ্তমত বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে প্রচার করতে হবে যে রাজ্য সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে। বিভিন্ন জেলায় জেলায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রচার কর্মসূচি করতে হবে। এই সাত দফা প্রচার কর্মসূচি sop আকারে বিভিন্ন জেলাগুলিকে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন ১লা মার্চ এই টাকা দেওয়া হবে ২৪ লক্ষ ৫০ হাজারেরও বেশি শ্রমিকদের। আর সেই টাকা দেওয়া নিয়ে যাতে কোন দুর্নীতি বা স্বজনপোষণের অভিযোগ না ওঠে তা নিয়েই সতর্ক নবান্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 6:34 PM IST










