100 Days Work: ১০০ দিনের কাজ নিয়ে ফের কেন্দ্র-রাজ্য তরজা! ১ অগাস্ট থেকেই কি ফের শুরু হবে? তৃণমূলের প্রশ্নের উত্তরে যা জানাল কেন্দ্র...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
100 Days Work: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও ১ অগাস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু নিয়ে কোনও পরিষ্কার জবাব দিল না কেন্দ্র।
কলকাতা: ১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার শুরু করতে হবে ১০০ দিনের কাজ। কেন্দ্র সরকারকে আগেই এ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও ১ অগাস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু নিয়ে কোনও পরিষ্কার জবাব দিল না কেন্দ্র। অন্যদিকে ভুয়ো জব কার্ড বাতিলের প্রশ্নে ২০২৪-২৫ সালে বাংলার থেকে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশ ও গুজরাতে।
এ বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এবং সাজদা আহমেদ। সূত্রের খবর, এই প্রশ্নের উত্তররে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়ে দিল গোটা বিষয়টি দেখছে তাদের দফতর। চিঠি দিয়ে জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
advertisement
advertisement
তিন বছর ধরে রাজ্যে বন্ধ মহাত্মা গান্ধির রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প (১০০ দিনের কাজ)। এ নিয়ে বহুদিন ধরেই সরব রাজ্য সরকার। দেশের অন্য রাজ্যের অনুরূপ শর্ত রাজ্যে খাটবে না। রাজ্যে বিশেষ নিয়ন্ত্রণবিধি তৈরি করে ১০০ দিনের কাজ চালু করতে কেন্দ্রকে সবুজ সঙ্কেত দিয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ১ অগাস্ট ২০২৫ থেকে এই প্রকল্প চালু করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম ডিভিশন বেঞ্চ।
advertisement
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল। অভিযোগ, কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে বঙ্গে। প্রকৃতসুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন। এই প্রকল্প চালু হওয়ার পরে সেই অনিয়ম যাতে না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে, স্পষ্ট বার্তা আদালতের। ৩ বছর ধরে দুর্নীতির অভিযোগে এই প্রকল্প বন্ধ ছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 2:17 PM IST