শপিং মলে আছাড় খেয়ে পড়লেন কাজল, ভাইরাল ভিডিও

Last Updated:

আঘটন যখন তখন ঘটতে পারে ৷ অঘটন তো ছোট-বড় ভেদ করে না ৷ তারকা না সাধারণ মানুষ, সে সব বিচার করার ভারও নেই তার কাঁধে ৷ তাই কোনও কারণ ছাড়াই এমন অঘটন ঘটে যেতে পারে যে কারও সঙ্গেই ৷ এদিন যেমনটা হল অভিনেত্রী কাজলের সঙ্গে ৷

#মুম্বই: আঘটন যখন তখন ঘটতে পারে ৷ অঘটন তো ছোট-বড় ভেদ করে না ৷ তারকা না সাধারণ মানুষ, সে সব বিচার করার ভারও নেই তার কাঁধে ৷ তাই কোনও কারণ ছাড়াই এমন অঘটন ঘটে যেতে পারে যে কারও সঙ্গেই ৷
এদিন যেমনটা হল অভিনেত্রী কাজলের সঙ্গে ৷ শপিং মলে দিব্যি হাঁটছিলেন নায়িকা ৷ পরনে দুধ সাদা মিডি ড্রেস, কানে ঝলমলে হিরে, টেনে বাঁধা পনিটেল ৷ পায়ে ছিল সাদা-কালোয় ম্যাচিং হিলস ৷ ওই শপিং মলে একটি প্রডাক্ট লঞ্চের অনুষ্ঠানে যাচ্ছিলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অঞ্জলি ৷ কাজলের পাশেই ছিলেন তাঁর দেহরক্ষীরাও ৷
advertisement
advertisement
কিন্তু আচমকাই বিপদ ৷ হাঁটতে হাঁটতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নায়িকা ৷ উল্টে পরেন মলের মেঝেতে ৷ সঙ্গে সঙ্গে অবশ্য তাঁকে ধরে ফেলেন দেহরক্ষীরা ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ কাজলের আছাড় খেয়ে পড়ার সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷ নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
শপিং মলে আছাড় খেয়ে পড়লেন কাজল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement