বিশ্ব জুড়ে চলছে চাকরি খোয়ানোর ত্রাস। ক্রেডিট সুইস, মরগান স্ট্যানলি এবং গোল্ডম্যান স্যাক্সের মতো তাবড় ব্যাঙ্ক যখন ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে, তখন বেশ কয়েকটি ভারতীয় ব্যাঙ্ক নিয়োগের পরিকল্পনা করছে। এক নজরে দেখে নেওয়া যাক—
সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম— স্পেশালিস্ট অফিসার
শূন্যপদ— ২২০
অফিসিয়াল ওয়েবসাইট— indianbank.in
আবেদনের শেষ তারিখ— ২৮ ফেব্রুয়ারি ২০২৩
সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রবেশনারি অফিসার পদের নিয়োগের জন্য আবেদবপত্র চাওয়া হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট bankofindia.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩।
পদের নাম— প্রবেশনারি অফিসার
শূন্যপদ— ৫০০
অফিসিয়াল ওয়েবসাইট— bankofindia.co.in
আবেদনের শেষ তারিখ— ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা IDBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে idbibank.in গিয়ে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে, চলবে ৩ মার্চ, ২০২৩ পর্যন্ত।
পদের নাম— স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার
শূন্যপদ— ৭৫
অফিসিয়াল ওয়েবসাইট— idbibank.in
আবেদনের শেষ তারিখ— ৩ মার্চ, ২০২৩
আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কে সারা বছর চাকরির মহাসুযোগ! জেনে নিন বিস্তারিত
সম্প্রতি কানাড়া ব্যাঙ্ক এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তি ভিত্তিক গ্রুপ চিফ রিস্ক অফিসার, চিফ ডিজিটাল অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার পদে নিয়োগের জন্য আবেদন পত্র চেয়েছে। আগ্রহী ও যোগ্য ভারতীয় নাগরিকেরা ব্যাঙ্কের ওয়েবসাইটে www.canarabank.com দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ মার্চ, ২০২৩।
পদের নাম— গ্রুপ চিফ রিস্ক অফিসার, চিফ ডিজিটাল অফিসার, চিফ টেকনোলজি অফিসার
অফিসিয়াল ওয়েবসাইট— www.canarabank.com
আবেদনের শেষ তারিখ— ৬ মার্চ, ২০২৩
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিবিধ ম্যানেজার পদে নিয়োগ, জানুন বিশদে
সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে idbibank.in গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।
পদের নাম— অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এ)
শূন্যপদ— ৬০০
অফিসিয়াল ওয়েবসাইট— idbibank.in
আবেদনের শেষ তারিখ— ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে পোস্ট ডিপার্টমেন্টের তরফে ডেপুটেশনে ভিত্তিতে ইনফর্মেশন টেকনোলজি প্রফেশনাল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত IPPB-এর অফিসিয়াল ওয়েবসাইটে ippbonline.com গিয়ে আবেদন করতে পারেন।
পদের নাম— ইনফর্মেশন টেকনোলজি প্রফেশনাল
শূন্যপদ— ৪১
অফিসিয়াল ওয়েবসাইট— ippbonline.com
আবেদনের শেষ তারিখ— ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
কর্মস্থল— চেন্নাই/দিল্লি/মুম্বই
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Jobs, Central govt jobs, Job News