রেলে চাকরির প্রতারণা রুখতে প্রচারে কেন্দ্র 

Last Updated:

শুধুমাত্র RRB এবং RRC-র মাধ্যমেই রেলে চাকরির জন্য আবেদন করুন এবং চাকরির প্রতারণা চক্র থেকে দূরে থাকুন। এমনটাই রেলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ৷

রেলে চাকরির প্রতারণা রুখতে প্রচারে কেন্দ্র 
রেলে চাকরির প্রতারণা রুখতে প্রচারে কেন্দ্র 
কলকাতা: গত ২ ফেব্রুয়ারি রেলমন্ত্রী রেলওয়েতে RRB-র মাধ্যমে রিক্রুটমেন্টের জন্য সারা বছরের একটি জব ক্যালেন্ডার প্রকাশ করেছিলেন, যা পূর্ব রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য বিভিন্ন সংবাদমাধ্যম ছাড়াও পূর্ব রেলওয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমেও সাধারণ মানুষকে অবহিত করার যথাযথ চেষ্টা করেছে। চলতি বছরে রেলওয়েতে শূন্যপদ পূরণের পরিকল্পনা রয়েছে, তাই প্রচুর যুবক- যুবতীর একসঙ্গে রেলওয়েতে চাকরির সুযোগ রয়েছে। কিন্তু লক্ষ্যনীয় যে, প্রায় প্রতিদিনই টাকার বিনিময়ে রেলওয়েতে চাকরির জন্য প্রচুর মানুষ প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে উল্লেখযোগ্য যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই কয়লাঘাটে RPF পাঁচজন ভুয়ো চাকরি চক্রের পাণ্ডাকে আটক করেছে । এছাড়াও শিয়ালদহ এবং হাওড়াতেও ভুয়ো চাকরিচক্র ধরা পড়েছে এবং তাদের পাণ্ডারা জেলও খাটছে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা নিয়মিত RRB ওয়েবসাইটগুলিতে নজর রাখুন। রেলমন্ত্রী কতৃক প্রচারিত জব ক্যালেন্ডারটি  নিম্নরূপ : পুরো ২০২৪ সাল জুড়ে ভারতীয় রেলওয়েতে প্রচুর পরিমাণ শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন জারি করা হবে। যেমন চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদের জন্য, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়ান পদের জন্য, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরি, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিকেল ক্যাটিগরি এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লেভেল ওয়ান, মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড  ক্যাটিগরির জন্য নোটিফিকেশন জারি করা হবে।
advertisement
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র জানিয়েছেন , ‘‘পূর্ব রেলের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত জনসচেতনমূলক প্রচার  চালাচ্ছি যাতে সাধারণ মানুষ প্রতারিত না হন।  RRB ওয়েবসাইটে আপনারা নিয়মিত নজর রাখুন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে চাকরির ফর্ম ফিল আপ করুন ও প্রস্তুতি নিন।  RRB থেকে অ্যাডমিট কার্ড পেলে সেই কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা দিন এবং গর্বের সঙ্গে ভারতীয় রেলে চাকরি করুন। ভুয়ো চাকরিচক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হবেন না।’’
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
রেলে চাকরির প্রতারণা রুখতে প্রচারে কেন্দ্র 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement