কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ১ লক্ষেরও বেশি বেতনে অধ্যাপক নিয়োগ, কোথায়? বিশদে জেনে আবেদন করুন
- Published by:Ankita Tripathi
Last Updated:
বিভিন্ন বিষয়ে ৯৩ জন অ্যাসোসিয়েট প্রফেসর নেবে মধ্যপ্রদেশের সাগরের ড: হরিহরসিংহ গৌর বিশ্ববিদ্যালয়
বিভিন্ন বিষয়ে ৯৩ জন অ্যাসোসিয়েট প্রফেসর নেবে মধ্যপ্রদেশের সাগরের ড: হরিহরসিংহ গৌর বিশ্ববিদ্যালয়৷ অধ্যাপনা করা যদি আপনার স্বপ্ন হয়, তবে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদের জন্য এখনই আবেদন করুন৷
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: R/DoFA/Assoc. Proffessor/2023/2416
কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে?
advertisement
কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ফাইন আর্টস, অ্যান্ড পারফরমিং আর্টস, মিউজিক, অ্যানশিয়েট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি, ইকনমিক্স, হিস্ট্রি, ফিলোজফি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইংলিশ অ্যান্ড আদার ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজস, হিন্দি, লিঙ্গুইস্টিক্স, সংস্কৃত, উর্দু অ্যান্ড পার্সিয়ান, অ্যানথ্রপলজি, ক্রিমিনোলজি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স, জেনারেল অ্যান্ড অ্যাপ্লায়েড জিওগ্রাফি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, বটানি, মাইক্রোবায়োলজি, জুলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিটিক্স, ফিজিক্স, কমার্স, বিজনেস ম্যানেজম্যান্ট, ল, যোগিক সায়েন্সেস, অ্যাডাল্ট এডুকেশন, কেমিস্ট্রি, প্যারামেডিক্যাল সায়েন্সেস, ইন্ডিজেনাস নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স৷
advertisement
শূন্যপদ
সাধারণ ৩৮, তফসিলি জাতি ১৩, তফসিলি উপজাতি ৭, ও বি সি ২৬, আর্থিক ভাবে অনগ্রসর ৯৷ সঙ্গে নিয়মানুসারে দৈহিক প্রতিবন্ধীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে৷
বেতনক্রম
১,৩১,৪০০-২,১৭,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট বা সমতুল বিষয়ে পি এইচ ডি থাকতে হবে৷ স্নাতকোত্তর স্তরে মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে
advertisement
হবে৷ সেই সঙ্গে ইউ জি সি তালিকাভুক্ত জার্নালে অন্তত ৭টি রিসার্চ পাবলিকেশন-সহ রিসার্চ স্কোর করে থাকতে হবে৷ পাশাপাশি, অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে ৮ বছরের পড়ানোর বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে৷
সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মঅনুসারে মোট নম্বরে ছাড় পাবেন৷
advertisement
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন দরখাস্ত করতে হবে৷ ওয়েবসাইটি হল- www.dhsgsu.edu.in
দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ২৪ এপ্রিল৷ দরখাস্ত সাবমিটের পর দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখুন৷ এটি পাঠাতে হবে৷ অনলাইন মাধ্যমে ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০০ টাকা)৷
advertisement
প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা দরখাস্ত ৯ মে তারিখের মধ্যে রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-
The Registrar,Dr.Harisingh Gour Vishwavidyalaya, Sagar- 470003, M.P. ( India)
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 6:27 PM IST