নয়াদিল্লি: সম্প্রতি ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক (এমওএইচএফডব্লিউ) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগে স্পেশালিস্ট গ্রেড ৩ (জেনারেল সার্জারি) পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে অনলাইন আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এমওএইচএফডব্লিউ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। অনলাইনে আবেদন করার শেষ দিন হল আগামী ৩০ মার্চ, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এমওএইচএফডব্লিউ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এমওএইচএফডব্লিউ |
পদের নাম | গ্রুফ এ, সেন্ট্রাল হেলথ সার্ভিস, নন-টিচিং স্পেশালিস্ট সাব-ক্যাডার পোস্টের আওতায় স্পেশালিস্ট গ্রেড ৩ (জেনারেল সার্জারি) |
শূন্যপদের সংখ্যা | ৯ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৩.২০২৩ |
এমওএইচএফডব্লিউ রিক্রুটমেন্ট ২০২৩: কাজের জায়গা
নির্বাচিত প্রার্থীদের যথাক্রমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দিল্লি, মহারাষ্ট্র এবং ওড়িশায় নিয়োগ করা হবে।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ জল শক্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! আজই আবেদন করুন
এমওএইচএফডব্লিউ রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
পে স্কেল লেভেল ১১-এর আওতায় প্রার্থীদের বেতন হবে ৬৭৭০০ টাকা থেকে ২০৮৭০০ টাকার মধ্যে।
এমওএইচএফডব্লিউ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনের শেষ দিন অনুসারে অসংরক্ষিত আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর হতে হবে। কেন্দ্রীয় সরকারি/ কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি আধিকারিকদের বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হচ্ছে।
এমওএইচএফডব্লিউ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ ইডব্লিউএস/ ওবিসি প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে ২৫ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। কিন্তু সংরক্ষিত কমিউনিটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন ফি মকুব করা হয়েছে।
আরও পড়ুন: লোকসভায় চাকরির সুবর্ণ সুযোগ! বেতন লক্ষাধিক, শীঘ্রই আবেদন করুন
এমওএইচএফডব্লিউ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এমওএইচএফডব্লিউ ওআরএ ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস পূরণ করতে হবে।এমওএইচএফডব্লিউ ওআরএ পোর্টালে প্রাপ্ত অনলাইন অ্যাপ্লিকেশন/ রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন ভাল করে পড়ে নিতে হবে।অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পোর্টালে থাকা নির্দেশিকা অনুযায়ী অনলাইন আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।এই প্রক্রিয়ার ক্ষেত্রে স্ক্যান করা স্বাক্ষর, ছবি আপলোড করতে হবে।সেলফ-অ্যাটেস্ট করা নথিপত্রও আপলোড করতে হবে প্রার্থীদের।অনলাইনে ডেবিট/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং প্রভৃতির মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central government job, Job alert