Ministry of Jal Shakti Recruitment 2023: মিনিস্ট্রি অফ জল শক্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! আজই আবেদন করুন
- Published by:Anulekha Kar
- trending desk
Last Updated:
গত ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
নয়াদিল্লি: সম্প্রতি ভারত সরকারের মিনিস্ট্রি অফ জল শক্তির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (গ্রুপ এ) পদে নিয়োগের জন্য অফিসার প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রেজ্যুভেনেশনের আওতায় ডেপুটেশনের ভিত্তিতে আপার যমুনা রিভার বোর্ডে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। গত ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মিনিস্ট্রি অফ জল শক্তি |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (গ্রুপ এ) |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | মিনিস্টেরিয়াল হেড কোয়ার্টার |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
বয়সসীমা | ৫৬ বছর |
advertisement
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
পে স্কেল লেভেল ১০-এর আওতায় প্রার্থীদের বেতন হবে ৫৬১০০ টাকা থেকে ১৭৭৫০০ টাকার মধ্যে।
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
advertisement
প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে ডেপুটেশনের মেয়াদ কখনওই ৩ বছরের উর্ধ্বে হবে না।
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদন ফর্ম পূরণ করে সমস্ত জরুরি নথিপত্র-সহ সঠিক চ্যানেলের মাধ্যমে প্রার্থীদের এই ঠিকানায় The Member Secretary, Upper Yamuna River Board, West Block-1, Wing-4, Ground Floor, R.K. Puram, New Delhi – 110 066 পাঠাতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 8:12 PM IST