School Teachers Money: 'শিক্ষকদের বকেয়া টাকা পেতে এত দেরি কেন...?' সরকারকে সতর্ক করে কড়া নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার!
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARNAB HAZRA
Last Updated:
School Teachers Money: বিচারপতি তাঁর মন্তব্যে বলেন, "বছরের পর বছর তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাদের হ্যারাস করছেন কেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন আপনি কী করবেন?"
কলকাতা: বকেয়া আর্থিক পাওনা পেতে দেরি হচ্ছে শিক্ষকদের। এই মর্মে এবার রাজ্য সরকারকে সতর্ক করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার একাধিক আদালত অবমাননার মামলার শুনানি চলছিল বিচারপতি মান্থার এজলাসে। মূলত হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের বকেয়া আর্থিক সুবিধা ঠিকমত পাচ্ছেন না। এদিন এই নিয়েই কড়া মন্তব্য শোনা যায় বিচারপতির মুখে।
বিচারপতি তাঁর মন্তব্যে বলেন, "বছরের পর বছর তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাদের হ্যারাস করছেন কেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন আপনি কী করবেন?" আদালতে উপস্থিত বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকদের উদেশ্যে এদিন এমনই মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার।
advertisement
advertisement
তিনি আরও বলেন, "শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা একটা মহান কাজ। তাই তাদের অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব ! খুবই দুঃখ জনক। এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।" বিচারপতি মান্থার প্রশ্ন, "শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি?"
advertisement
"শিক্ষকদের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়া উচিত। কী করছেন আপনারা। আপনাদের এই আমলাতন্ত্র আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। দ্রুত বকেয়া মেটানোর চেষ্টা করুন।" - নির্দেশ আদালতের।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 1:41 PM IST