Ministry of Agriculture and Farmers Welfare Recruitment 2023: কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! সবিস্তার জানতে পড়ুন!
- Published by:Ankita Tripathi
Last Updated:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারে হর্টিকালচার স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার
ডিপার্টমেন্টের নাম: সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হর্টিকালচার
পদের নাম: হর্টিকালচার স্পেশালিস্ট
পদের শ্রেণীবিভাগ: জেনারেল সেন্ট্রাল সার্ভিসেস, গ্রুপ ‘এ’, গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল
শূন্য পদের সংখ্যা: ১
কাজের স্থান: বিশদ দেখুন
advertisement
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
নিয়োগের ধরন: স্থায়ী
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শেষ তারিখ: ৩০.০৩.২০২৩
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে হর্টিকালচার স্পেশালাইজেশন-সহ এগ্রিকালচারে অথবা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা হর্টিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
advertisement
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: কাজের স্থান
ডিমাপুর, মেডজিফেমা, নাগাল্যান্ড-সহ ভারতের যে কোনও প্রান্তে অথবা বিদেশেও পোস্টিং হতে পারে।
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
advertisement
নিযুক্ত প্রার্থীরা সপ্তম বেতন কমিশনের অধীনে পে-ম্যাট্রিক্স লেভেল ১১-র আওতায় মাসিক বেতন পাবেন ৬৭৭০০ টাকা - ২০৮৭০০ টাকা।
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা হতে হবে ৪০ বছর। তবে নিয়মিত ভাবে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি/ কেন্দ্রশাসিত এলাকার সরকারি চাকুরেদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হয়েছে।
advertisement
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ ইডব্লিউএস/ ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ২৫ টাকা ধার্য করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নগদ অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফি প্রদান করতে হবে। তবে সংরক্ষিত প্রার্থী (তফসিলি জাতি/ তফসিলি উপজাতি/ পিডব্লিউবিডি)-দের ক্ষেত্রে আবেদন ফি মকুব করা হয়েছে।
advertisement
মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে জরুরি নথিপত্র-সহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাঠাতে হবে। সেই সঙ্গে প্রদান করতে হবে আবেদন ফি-ও।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্ক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 6:47 PM IST