দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গার্গী কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে৷ অধ্যাপক হতে চাইলে এখনই আবেদন করুন৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ৷ আবেদন সংক্রান্ত অন্যান্য সমস্ত বিশদ বিবরণ নীচে দেওয়া হল
কোন বিষয়ে শূন্যপদের সংখ্যা কত?
বোটানি- ৮কেমিস্ট্রি- ৩কমার্স- ১৭
ইকোনোমিক্স-১০এডুকেশন-৫ইংলিশ-৮হিন্দি-৫গণিত-১০মাইক্রোবায়োলজি-৩ফিলোজফি- ৪ফিজিক্যাল এডুকেশন-১ফিজিক্স-৪পলিটিক্যাল সায়েন্স-৪সাইকোলোজি- ৮সংস্কৃত-১জুলজি-৩শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে এবং সঙ্গে ইউজিসি / সিএসআইআর আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করতে হবে৷
বেতনক্রম৫৭,৭০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা
আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে দুর্দান্ত পদে চাকরির সুযোগ! গ্র্যাজুয়েটরা এখনই আবেদন করুন
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! সবিস্তার জানতে পড়ুন!
আবেদনের পদ্ধতিইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://colrec.uod.ac.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে
আবেদন ফিদরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রেখে দেবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assistant Professor, Teaching Jobs