হোম /খবর /চাকরি /
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে এই কলেজে, অধ্যাপকরা এখনই আবেদন করুন

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে এই কলেজে, অধ্যাপনা করতে চাইলে এখনই আবেদন করুন

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে এই কলেজে, অধ্যাপনা করতে চাইলে এখনই আবেদন করুন

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে এই কলেজে, অধ্যাপনা করতে চাইলে এখনই আবেদন করুন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গার্গী কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে৷ অধ্যাপক হতে চাইলে এখনই আবেদন করুন

  • Share this:

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গার্গী কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ চলছে৷ অধ্যাপক হতে চাইলে এখনই আবেদন করুন৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন৷ আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ৷ আবেদন সংক্রান্ত অন্যান্য সমস্ত বিশদ বিবরণ নীচে দেওয়া হল

কোন বিষয়ে শূন্যপদের সংখ্যা কত?

বোটানি- ৮কেমিস্ট্রি- ৩কমার্স- ১৭

ইকোনোমিক্স-১০এডুকেশন-৫ইংলিশ-৮হিন্দি-৫গণিত-১০মাইক্রোবায়োলজি-৩ফিলোজফি- ৪ফিজিক্যাল এডুকেশন-১ফিজিক্স-৪পলিটিক্যাল সায়েন্স-৪সাইকোলোজি- ৮সংস্কৃত-১জুলজি-৩

শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে এবং সঙ্গে ইউজিসি / সিএসআইআর আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করতে হবে৷

বেতনক্রম৫৭,৭০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা

আরও পড়ুন: দিল্লি হাইকোর্টে দুর্দান্ত পদে চাকরির সুযোগ! গ্র্যাজুয়েটরা এখনই আবেদন করুন

আরও পড়ুন: মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! সবিস্তার জানতে পড়ুন!

আবেদনের পদ্ধতিইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://colrec.uod.ac.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে

আবেদন ফিদরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রেখে দেবেন৷

Published by:Ankita Tripathi
First published:

Tags: Assistant Professor, Teaching Jobs