Job in 1 Rupee: বাম্পার সুযোগ...! ১ টাকাতেই চাকরি! মুম্বই ঝুপড়িবাসী যুবকের অ্যাপ কাঁপাচ্ছে গোটা বিশ্ব! কী ভাবে রেজিস্ট্রেশন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Job in One Rupee: এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির শিক্ষিত ও বেকার ছেলে-মেয়েদের নিয়ে এই ব্যক্তি তৈরি করেছেন এই আশ্চর্য অ্যাপ যা আজ গোটা পৃথিবীতে চর্চিত হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে যোগ্য প্রার্থীরা পাবেন চাকরি।
মুম্বই : পড়াশোনা শেষ করে প্রতিটি ছেলেমেয়েরই মাথায় থাকে একটাই চিন্তা কী করে চাকরিতে ঢোকা যায়। পরিবার ও অভিভাবকদেরও মাথায় উদ্বেগ ঘোরাফেরা করতে থাকে যতক্ষণ না তাঁদের সন্তান চাকরিটি পেয়ে না যান। গত কয়েকবছরে চাকরির জন্য প্রতারণা বা জালিয়াতিও চলছে দেশজুড়ে। চাকরি পাইয়ে দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা আত্মসাৎ করে বহু সংস্থা। এর ফলে প্রতারিত হন অসংখ্য চাকরিপ্রার্থী।
বস্তুত অনেকেই ভুলে যান, অর্থের মাধ্যমে চাকরি পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন হয় জ্ঞান ও পরিশ্রমের। মহারাষ্ট্রের এক ব্যক্তি এই চিন্তা মাথায় রেখেই বাজারে এনেছেন এক দুর্দান্ত দেশি অ্যাপ। দাবি, এই অ্যাপে থাকবে দারুণ সব চাকরির অফার। এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির শিক্ষিত ও বেকার ছেলে-মেয়েদের নিয়ে এই ব্যক্তি তৈরি করেছেন এই আশ্চর্য অ্যাপ যা আজ গোটা পৃথিবীতে চর্চিত হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে যোগ্য প্রার্থীরা পাবেন চাকরি।
advertisement
advertisement
এ কথা সর্বত্রই প্রযোজ্য বস্তি অঞ্চলের শিশুরা চিরকাল ধরে অবহেলিত। শিক্ষা ও অর্থের অভাবে বিভিন্ন সময়ে বিপথে চালিত হন তারা। কিন্তু সেই সব শিশুদের মধ্যে অনেকেই আছেন যাদের মধ্যে শিল্পসত্তা রয়েছে। মুম্বইয়ের জিজামাতা নগরের বস্তিতে বসবাসকারী উদয় পাওয়ার এবার এগিয়ে এসেছেন সেইসব অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে। Tingtong Online নামে একটি অ্যাপ বানিয়ে ফেলেছেন তিনি। ঘটনাচক্রে, বস্তিতেই বড় হয়েছেন উদয়।
advertisement

প্রস্তুতকারক উদয় জানাচ্ছেন, এই অ্যাপে স্থানীয় ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে প্লাম্বার, আইনজীবী থেকে ডাক্তার, এমনকি ফুচকা বিক্রেতারও তথ্য থাকবে। এই অ্যাপ আপনাকে নিজের এলাকার কাজের খবরের বিস্তারিত তথ্য জানিয়ে দেবে। উদয়ের দাবি এই অ্যাপের মাধ্যমে তিনি ইতিমধ্যেই বহু মানুষের চাকরির বন্দোবস্ত করেছেন।
advertisement
অন্যান্য অ্যাপ বা এজেন্সি চাকরির বন্দোবস্ত করে দিলে চাকরিপ্রার্থীদের একটা কমিশন সেই সংস্থাকে দিতে হয়। উদয় জানিয়েছেন এক্ষেত্রে কোনও টাকা চাকরিপ্রার্থীদের দিতে হবে না। রেজিস্ট্রেশন বাবদ শুধুমাত্র দিতে হবে এক টাকা। নতুন এই অ্যাপটি সারাদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
Location :
Mumbai,Maharashtra
First Published :
May 05, 2023 5:18 PM IST