এই শসা হল লাউ বা cucurbitaceae, উদ্ভিদ পরিবারের সদস্য। কিন্তু খাওয়ার সময় অনেকেরই মনে প্রশ্ন আসে শসা যেমন ফলের মতো আমরা খাই তেমনই স্যালাড থেকে আঁচার সবেতেই খাওয়া হয়। এমনকি তরকারিতে রয়েছে এটি দেওয়ার প্রচলন। তাহলে শসা আসলে কী? ফল না সবজি? এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক পরিষ্কার করে যে শসা ফল নাকি সবজি।