CMOH Recruitment: ডাক্তারি ছাত্রদের সরকারি চাকরির সুযোগ! রাজ্যে চলছে মেডিক্যাল অফিসার ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ডাক্তারি ছাত্রদের জন্য সুখবর৷ রাজ্যে মেডিক্যাল অফিসার ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে৷ পশ্চিম বর্ধমানের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের( সিএমওএইচ) পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা জানানো হয়েছে
ডাক্তারি ছাত্রদের জন্য সুখবর৷ রাজ্যে মেডিক্যাল অফিসার ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে৷ পশ্চিম বর্ধমানের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের( সিএমওএইচ) পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের কথা জানানো হয়েছে৷ আগ্রহী প্রার্থীদের ১৪ মে-র মধ্যে আবেদন করতে হবে৷
চাকরি সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেওয়া হল
নিয়োগকারী সংস্থা:
চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ পশ্চিম বর্ধমান ( Chief Medical Officer of Health Paschim Bardhaman)
advertisement
পদের নাম:
মেডিক্যাল অফিসার ( Medical Officer) ও ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
শূন্যপদের সংখ্যা:
৭ টি
শিক্ষাগত যোগ্যতা :
advertisement
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, M.Sc, PGDMLT পাশ করতে হবে। মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য MBBS ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
advertisement
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে।
অন্যদিকে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজর ব্লাড সেফটি পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন:
মেডিক্যাল অফিসার পদে মাসিক বেতন ৬০ হাজার টাকা
advertisement
ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজর ব্লাড সেফটি পদে মাসিক বেতন ২২ হাজার টাকা
আবেদন ফি:
অসংরক্ষিত প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। আর SC/ ST/ OBC প্রার্থীদের দিতে হবে ৫০ টাকা করে।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান
নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
advertisement
আবেদনের শেষ তারিখ:
১৪ মে পর্যন্ত আবেদন করা যাবে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 4:57 PM IST