সম্প্রতি পাসপোর্ট অফিসের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটেশনের ভিত্তিতে পাসপোর্ট অফিসার এবং ডেপুটি পাসপোর্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পাসপোর্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণপ্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পাসপোর্ট অফিসার- ২টি পদডেপুটি পাসপোর্ট অফিসার- ৯টি পদএক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:সংস্থা: পাসপোর্ট অফিসপদের নাম: পাসপোর্ট অফিসার এবং ডেপুটি পাসপোর্ট অফিসারশূন্যপদের সংখ্যা: ১১কাজের স্থান: বিশদ দেখুননির্বাচন পদ্ধতি: বিশদ দেখুনআবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছেশিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুনবেতনক্রম: বিশদ দেখুনআবেদন পদ্ধতি: অফলাইনআবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে
বিশদে জানতে দেখে নিন-
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
পাসপোর্ট অফিসার- যে সকল প্রার্থীরা পেরেন্ট ক্যাডার বা সমতুল্য বিভাগে লেভেল ১১ অনুযায়ী নিয়মিত ভাবে পরিষেবা দিয়েছেন অথবা পাঁচ বছরের পরিষেবা দিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য। এছাড়াও প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি এবং পাসপোর্ট বা কনস্যুলার বা ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্স অ্যাকাউন্টস বা ভিজিল্যান্স বা পাবলিক গ্রিভেন্স বিভাগে ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ডেপুটি পাসপোর্ট অফিসারযে সকল প্রার্থীরা পেরেন্ট ক্যাডার বা সমতুল্য বিভাগে পে ম্যাট্রিক্সের লেভেল ১০ অনুযায়ী নিয়মিত বা ৫ বছরের পরিষেবা দিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য। এছাড়াও প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পাসপোর্ট, কনস্যুলার, ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অ্যাকাউন্টস, ভিজিল্যান্স কাজ বা পাবলিক গ্রিভেন্সে ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ, বিস্তারিত জেনে এখনই আবেদন করুনপাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমাপ্রার্থীদের বয়স ৫৬ বছরের কম হতে হবে।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: বেতনপাসপোর্ট অফিসার- নির্বাচিত প্রার্থীরা পে স্কেল ১২ অনুযায়ী মাসিক ৭৮৮০০- ২০৯২০০ টাকা বেতন পাবেন।ডেপুটি পাসপোর্ট অফিসার- নির্বাচিত প্রার্থীরা পে স্কেল লেভেল ১১ অনুযায়ী মাসিক ৬৭৭০০-২০৮৭০০ টাকা বেতন পাবেন।
আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলছে অধ্যাপক পদে নিয়োগ! বিস্তারিত জেনে এখনই আবেদন করুনপাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকালনির্বাচিত প্রার্থীদের ৩ বছরের জন্য নিয়োগ করা হবে।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতিপ্রার্থীদের উল্লিখিত ঠিকানায়, ‘Dipak Das, Under Secretary (PSP-IV)’, সমস্ত ডকুমেন্ট নথি সহ যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের অন্য কোনও পদ্ধতি গ্রহণ করা হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।