DU Recruitment 2023: দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলছে অধ্যাপক পদে নিয়োগ! বিস্তারিত জেনে এখনই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোতিলাল নেহেরু কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ সহকারী অধ্যাপক বা অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ চলছে
অনেকেই স্বপ্ন দেখেন ভবিষ্যতে শিক্ষক অথবা অধ্যাপক হওয়ার৷ সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোতিলাল নেহেরু কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ সহকারী অধ্যাপক বা অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ চলছে৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে মোট ৮৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দুই সপ্তাহের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের শূন্যপদে আবেদন করতে হবে৷ আগ্রহী প্রার্থীদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াস ওয়েবসাইট গিয়ে colrec.uod.ac.in– এ লগ ইন করে আবেদন করতে পারেন৷
কোন বিষয়ে কতগুলি শূন্যপদ রয়েছে জেনে নিন
কমার্স- মোট ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
ইংরেজি- মোট ৮টি শূন্যপদ রয়েছে।
হিন্দি- মোট ৭টি শূন্যপদ রয়েছে।
ইতিহাস- মোট ৮টি শূন্যপদ রয়েছে।
কেমিস্ট্রি- মোট ৪টি শূন্যপদ রয়েছে৷
অঙ্ক- মোট ৮টি শূন্যপদ রয়েছে।
ফিজিক্স- মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
রাষ্ট্রবিজ্ঞান- মোট ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সংস্কৃত- মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইকোনোমিক্স- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কম্পিউটার সায়েন্স- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পরিবেশ বিজ্ঞান- মোট ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দুই সপ্তাহের মধ্যে শূন্যপদে আবেদন করতে হবে
advertisement
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশদে জেনে এখনই আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের ভারতীয় কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে৷ বিদেশের কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলেও এই শূন্যপদে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীদের অবশ্যই ইউজিসি বা সিএসআইআরের নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
আবেদন ফি
শূন্যপদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 7:00 PM IST