Calcutta University Assistant Professor Recruitment: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশদে জেনে এখনই আবেদন করুন

Last Updated:

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ মোট চারটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশদে জেনে এখনই আবেদন করুন
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশদে জেনে এখনই আবেদন করুন
কলেজে প্রফেসর হওয়ার স্বপ্ন দেখেন? তাহলে এর চেয়ে ভাল সুযোগ আর পাবেন না৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ মোট চারটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। বিশদে জানতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন৷
নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন এক নজরে
নিয়োগকারী সংস্থাকলকাতা বিশ্ববিদ্যালয়
পদের নাম  অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শিক্ষাগত যোগ্যতাশিক্ষাগত যোগ্যতা জানার জন্য এখানে ক্লিক করুন
বয়স সীমা৪০ বছর
শূন্যপদের বিতরণইউআর – ১, এসসি – ১, এসটি-১, ওবিসি (এ) – ১
বেতন কতপ্রতি মাসে ৪০,০০০ টাকা
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই
বেতন ও ভাতাসহকারী অধ্যাপকের এই পদের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা দেওয়া হবে।
advertisement
advertisement
ইন্টারভিউয়ের পদ্ধতি-  আবেদনকারীদের অবশ্যই তাদের সিভির ৫ কপি, প্রাসঙ্গিক শংসাপত্রের ফটোকপি (মার্ক শিট সার্টিফিকেট রিসার্চ পেপার, ইত্যাদি) ও মূল নথিপত্র সঙ্গে রাখতে হবে৷
advertisement
সময় ও স্থান- 1st Floor Auditorium, CRNN, Technology Campus, University of Calcutta JD-2 Sector – 3 Kolkata – 700106
তারিখ: ১৮ এপ্রিল ২০২৩
রিপোর্টিং সময়: সকাল সাড়ে ১০টা
অফিসিয়াল নোটিফিকেশন- ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
বাংলা খবর/ খবর/চাকরি/
Calcutta University Assistant Professor Recruitment: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশদে জেনে এখনই আবেদন করুন
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement