Jhargram news: ২৪ ঘণ্টার মধ্যে দুই জায়গা থেকে দু'টি মৃত দেহ উদ্ধার
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:RAJU SING
Last Updated:
জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। অন্যদিকে রবিবার সন্ধ্যায় কংসাবতী নদীর চর থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
ঝাড়গ্রাম: জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনী থানার ডুমুরিয়ার জঙ্গল এলাকায়। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার জন্য পাশাপাশি থানা এলাকায় খবর পাঠিয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে গিধনী ও ডুমুরিয়া এলাকায় এক ভবঘুরে ঘুরে বেড়াচ্ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ভবঘুরে জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে তার। পরে জঙ্গলে মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর পাওয়ার পর জামবনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে ওই ভবঘুরের ঠিক কি কারনে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে।
advertisement
advertisement
অন্যদিকে রবিবার সন্ধ্যায় কংসাবতী নদী চর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃত দেহ উদ্ধার হয়। মৃতার নাম পরিচয় উদ্ধার করতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম অমিতা মুর্মু ( ৫২), বাড়ি বামাল এলাকার ইন্দ্রাবনী গ্রামে। এদিন মৃতার পরিবারের লোকজনেরা মৃত মহিলার জামা কাপড় দেখার পর সনাক্ত করেন।
advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে গত প্রায় এক মাস আগে আত্মীয় বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় ওই মহিলা৷ পরে চারিদিকে খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পায়নি তার পরিবারের লোকজনেরা। রবিবার সন্ধ্যায় লালগড় থানার বসন্তপুর এলাকার নদীচর থেকে ওই মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 1:49 PM IST