Bangla News: ভোট সেরে বাড়ি ফেরার পথে ভিজে গিয়েছিলেন সিভিক পুলিশ, পরে যা ঘটল লালগড় হতবাক!

Last Updated:

Bangla News: রবিবার বিকেলে বৃষ্টি দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলেন চম্পক। কিন্তু বাড়িতে ঢোকার আগেই সব শেষ হয়ে গেল।

.
.
লালগড়:  ভোট সেরে বাড়ি ফিরেছিলেন। সেই সময় লালগড়ের ডাইনটিকরি গ্রামের এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হল। বিকেলে জমির ঘাস তুলতে গিয়েছিলেন। রবিবার বিকেলে মেঘ-বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়িতে ঢোকার আগেই বাজ পড়ে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের।
পুলিশ জানিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম চম্পক গোস্বামী (৩১)। বাড়ি লালগড় থানার ডাইনটিকরি গ্রামে। পুলিশ ও তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গরুর জন্য ঘাস তুলে আনার জন্য গ্রাম সংলগ্ন জমিতে গিয়েছিলেন। বিকেলে বৃষ্টি শুরু হলে ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়িতে ঢোকার কিছুটা আগে হঠাৎ বাজ পড়ার জেরে গুরুতর ভাবে আহত হন তিনি।
advertisement
advertisement
আরও পড়়ুন: প্রেশার কুকারে এই ৫ খাবার ভুল করেও রান্না করবেন না, শরীরে মারণ রোগ হতে পারে!
পরিবারের লোকজনেরা তাঁকে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। এদিকে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর গ্রামে পৌঁছনোর পরেই গোটা এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
advertisement
রাজু সিং
view comments
বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Bangla News: ভোট সেরে বাড়ি ফেরার পথে ভিজে গিয়েছিলেন সিভিক পুলিশ, পরে যা ঘটল লালগড় হতবাক!
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement