Jhargram news: নির্মীয়মান বাড়ির সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার বাবা ও ছেলে
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:RAJU SING
Last Updated:
দুটি জায়গায় দুটি পৃথক মামলায় অভিযুক্তদের আদালতে পেশ করল ঝাড়গ্রাম থানার পুলিশ। আদালত দিল পুলিশি হেফাজতের নির্দেশ।
ঝাড়গ্রামঃ নির্মিয়মান বাড়ির সামগ্রী চুরির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত ধৃত বাবা প্রভাত মাহাত ও ছেলে ভিকটর মাহাত। তাদের বাড়ি লালগড় থানার বলরামপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে বলরামপুর গ্রামের বাসিন্দা প্রভাত মাহাতোর বাড়ির পাশেই একটি বাড়ির নির্মাণ কাজ চলছে। অভিযোগ সেই বাড়ির রড়, গুটি, সিমেন্ট ও বালি চুরি করার অভিযোগ উঠে বাবা ও ছেলের বিরুদ্ধে।
পরে প্রতিবেশী মানুষজনেরা বাবা প্রভাত মাহাত ও ছেলে ভিকটর মাহাত’র নামে সোমবার লালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পরেই লালগড় থানার পুলিশ তদন্ত শুরু করেন। তদন্তে নেমে সোমবার রাতেই বাবা ও ছেলেকে গ্রেফতার করে লালগড় থানায় নিয়ে আসেন।
advertisement
advertisement
এদিন মঙ্গলবার তাদেরকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশ তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন করেছিলেন। কিন্তু আদালতের বিচারক তাদের দুদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
অন্যদিক আরেকটি মামলায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী।নিজের স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত ধৃত স্বামীর নাম উত্তম দে। এদিন মঙ্গলবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত এক বছর আগে বেলিয়াবেড়া থানার উত্তম দে’র সাথে মিনু দে’র বিয়ে হয়। অভিযোগে বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতেন স্বামী উত্তম দে।
advertisement
অভিযোগ রবিবার বিষ খাইয়ে ওই গৃহবধূকে মেরে ফেলা হয় বলে বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার মামা। এই অভিযোগ দায়ের হওয়ার পর বেলিয়াবেড়া থানার পুলিশ সোমবার রাতে অভিযুক্ত মৃতার স্বামী উত্তম দেকে গ্রেফতার করেন। এদিন তাঁকে আদালতে তোলেন পুলিশ।
advertisement
রাজু সিং
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 5:55 PM IST