Viral News: ভালবাসা ফিরিয়ে দাও! বিয়ের আর্জি নিয়ে পুরুষ প্রেমিকের টানে ধর্নায় আর এক পুরুষ!

Last Updated:

Viral News: "আমার ভালবাসা ফিরিয়ে দাও" ! সমকামী প্রেমের জন্য লড়াই দুই যুবকের! জানুন

জলপাইগুড়ি : প্রেমে পড়ে ধর্নায় বসার ঘটনায় উত্তরবঙ্গের ধূপগুড়ির নাম সংবাদে হামেশাই শিরোনামে উঠে আসে। কখনও প্রেমিকার জন্য প্রেমিকের আবার কখনও প্রেমিকের জন্য প্রেমিকার ধর্না। তবে এবারের ঘটনাটা খানিকটা আলাদা। এ ঘটনা সমকামী প্রেমিক যুগলের প্রেমের কাহিনি। "আমার ভালোবাসা ফিরিয়ে দাও" এই দাবিতে শুক্রবার ধূপগুড়ির কুমলাই ব্রীজ এলাকায় একজন যুবকের জন্য রাস্তার পাশে ধর্নায় বসল অপর একজন যুবক। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ এবং ধর্নারত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। যুবকটির দাবি, এলাকার এক যুবকের সঙ্গে তার ১ বছর ৫ মাসের প্রেমের সম্পর্ক। আর এই সম্পর্কের জেরে এদিন তিনি ধর্নায় বসেন এবং বিয়ের দাবি করেন। অন্যদিকে, এক যুবকের জন্য অপর যুবকের ধর্নার ঘটনায় ধূপগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, দমদমের বাসিন্দা অনুরাগ আচার্যের সঙ্গে ময়নাগুড়ি ব্লকে সম্রাট মন্ডলের সমকামী প্রেম। অ্যাপের মাধ্যমে পরিচয় হয় একে অপরের সঙ্গে। এরপর দীর্ঘদিন প্রেম, এমনকি একসঙ্গেও থাকতেন তারা। সম্রাট এখন ধূপগুড়ির বাড়িতে রয়েছে, তাই তার সঙ্গে দেখা করতে অনুরাগ দমদম থেকে ছুটে এসেছে ভালবাসার টানে।
advertisement
advertisement
আরও পড়ুন:
কিন্তু সম্রাটের পরিবার তার সঙ্গে দেখা করতে দেয়নি। এমনকি মারধরেরও হুমকি দিয়েছে বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে শনিবার প্ল্যাকার্ড হাতে ১ বছর ৫ মাসের ভালবাসা ফিরিয়ে দেওয়ার দাবিতে ধূপগুড়ি শহরের কুমলাই ব্রিজে দাঁড়িয়ে থাকে সম্রাট। তাকে দেখতে রীতিমত ভিড় জমে যায় ওই এলাকায়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Viral News: ভালবাসা ফিরিয়ে দাও! বিয়ের আর্জি নিয়ে পুরুষ প্রেমিকের টানে ধর্নায় আর এক পুরুষ!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement