Liquor recovered: ময়নাগুড়ি পুলিশের অভিযানে উদ্ধার ৬০০ লিটার মদ, ধৃত ১
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চলবে
#ময়নাগুড়ি : শুক্রবার গভীর রাতে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালাল ময়নাগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় ময়নাগুড়ি গোবিন্দ নগর এলাকায়। অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল ৬০০ লিটার দেশি মদ। এই অবৈধ কারবারে জড়িত থাকার অপরাধে পুলিশ গ্রেফতার করে অমল রায় নামে এক ব্যক্তিকে। ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চলবে।
এর মাস ছয়েক আগে প্রায় এক হাজার বোতল মদ উদ্ধার করেছিল ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ির বোলবাড়ি এলাকা থেকে ওই মদ উদ্ধার হয়েছিল। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। সেবার পুলিশ সূত্রে জানা গিয়েছিল, বোলবাড়ি এলাকায় শঙ্কর রায় নামে এক ব্যক্তির বাড়ি থেকে দীর্ঘদিন ধরে মদ বিক্রি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পুলিশ সেখানে হানা দিয়ে ওই মদ উদ্ধার করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
advertisement
এমনকি গতবছর জুন মাসেও আবগারি দফতর গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ির চারেরবাড়ি থেকে নকল মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। ধৃতের কাছ থেকে বিভিন্ন নামীদামি কোম্পানির মদের বোতল মেলে। ওসব বোতলে নকল বারকোড লাগানো ছিল। কোথা থেকে মদ আনা হয়েছিল তা খতিয়ে দেখতে শুরু করেছে আবগারি দফতর। দফতরের অফিসারদের দাবি, নকল লেবেল লাগানো এই জাল মদ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবগারি দফতর জানিয়েছে, ধৃতের নাম জীবন সরকার। সে চারেরবাড়ির বাসিন্দা। অভিযুক্তর কাছ থেকে ২৩ বোতল মদ উদ্ধার হয়েছে। ওসব জাল বলেই তদন্তে আবগারি দফতর দাবি করেছে। বিদেশি মদ ছাড়াও জীবন সরকারের হেফাজতে থাকা ৪০ বোতল দেশি মদ উদ্ধার হয়।
advertisement
advertisement
ধৃত মদের ফ্লাইং এজেন্ট হিসেবে কাজ করত। এখন মদের দোকান বন্ধ থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত চড়া দামে জাল মদ গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছিল। এরপর অফিসাররা জীবন সরকারের কাছে মদের অর্ডার দেন। চারেরবাড়ি গ্রামে তাঁরা ক্রেতা সেজে ওর জন্য অপেক্ষা করেন।
view commentsLocation :
First Published :
March 19, 2022 8:52 PM IST