Jalpaiguri News:বিছানায় অসুস্থ মা! মাথার সামনে জিভ লকলক করছে! কী ওটা? সামনে যেতেই মেয়ের চিৎকার!

Last Updated:

Jalpaiguri News: দীর্ঘদিন অসুস্থ মা! বিছানা থেকে নড়া চড়া করতেও অসুবিধে। রাতের অন্ধকারে একী ঘটল? জানুন

অসুস্থ মহিলা
অসুস্থ মহিলা
জলপাইগুড়ি: জলপাইগুড়ির পাঙ্গা সাহেব বাড়ি এলাকার এক বৃদ্ধা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। হাঁটাচলা করতে না পারায় তাকে দেখভাল করে তার মেয়ে যিনি পেশায় নার্সিংহোম কর্মী। সোমবার মেয়ের নাইট ডিউটি ছিল। ডিউটিতে যাবার আগে তার মাকে খাইয়ে ওষুধ আনতে পাশের ঘরে যান। সেখান থেকে ওষুধ এনে মাকে ওষুধ খাওয়াতে গেলে লক্ষ্য করেন মোটা দড়ির মতো একটা কিছু মায়ের মুখের কাছে ঝুলছে।
কি জিনিস সেটি তা ভাল ভাবে দেখবার জন্য মোবাইলের আলো জ্বালেন। দৃশ্য দেখে চোখ কপালে ওঠে তার। দেখেন ঘরের শিলিং থেকে একটি সাপ ঝুলে আছে। সাপটি মায়ের মাথার কাছে জিভ নাড়াচ্ছে। এরপর চিৎকার জুড়ে দেয় মেয়ে। মেয়ের আর্তচিৎকার শুনে আশে পাশের মানুষ ছুটে আসে। কোনও ভাবে অসুস্থ মহিলাকে কোল পাঁজা করে তুলে ঘরের বাইরে নিয়ে আসেন। খবর পাঠানো হয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে দ্রুত বাইক চালিয়ে চলে আসেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন:
কিন্তু ততক্ষণে সাপটি সেখান থেকে পালিয়েছে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজে বাড়ির রেইন পাইপ থেকে সেই সাপটিকে উদ্ধার করেন। এরপর বিশ্বজিৎ বাবু ওই অসুস্থ মহিলাকে দীর্ঘক্ষণ র‍্যাট স্নেক নিয়ে বুঝিয়ে তার মন থেকে ভয় দূর করার চেষ্টা করেন। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন এটি একটি র‍্যাট স্নেক ছিলো। উদ্ধার করে তাকে ফের বাড়ির কাছেই উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে র‍্যাট স্নেক একটি নির্বিষ সাপ। এটি সম্ভবত ইঁদুরের খোঁজে এই বাড়ির সিলিং এ ঢুকেছিল। আসলে এই পরিস্থিতির মুখোমুখি হয়ে অসুস্থ মহিলা ভয় পেয়ে আরও অসুস্থ হয়ে যান। আমি উনার পরিবারে এই সাপ নিয়ে সচেতনতা প্রচার করে উনার মন থেকে ভয় দূর করার চেষ্টা চালালাম।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News:বিছানায় অসুস্থ মা! মাথার সামনে জিভ লকলক করছে! কী ওটা? সামনে যেতেই মেয়ের চিৎকার!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement