হোম /খবর /জলপাইগুড়ি /
দারুন খবর ! এবার ডুয়ার্সের রেল পথে ছুটবে বিদ্যুৎ চালিত ট্রেন

Jalpaiguri News: দারুন খবর ! এবার ডুয়ার্সের রেল পথে ছুটবে বিদ্যুৎ চালিত ট্রেন

X
ইলেকট্রিক [object Object]

চলতি বছরের জুলাই মাস থেকে আলিপুরদুয়ার ডিভিশনের ডুয়ার্স রুটে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল দফতর। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    জলপাইগুড়ি: গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে রেলপথে বৈদ্যুতিকরণের  কাজ। ডুয়ার্স রেল রুটে ইলেক্ট্রিক লাইনের কাজ শুরু হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকে আলিপুরদুয়ার ডিভিশনের  ডুয়ার্স রুটে ইলেকট্রিক ট্রেন চালাবে রেল দফতর। ইতিমধ্যেই শিলিগুড়ি জংশন থেকে নিউ মাল জংশন পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চালানোর পরিকাঠামো নির্মাণের কাজ গত ডিসেম্বরে শেষ হয়ে গিয়েছিল। নিউ মাল জংশন থেকে দলগাঁও স্টেশন পর্যন্ত এবার কাজ শেষের পথে। সম্প্রতি এই রুটের কাজ খতিয়ে দেখেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফতর মালিগাঁওয়ের চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রভিলেশ কুমার এবং আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপকুমার সিং।

    বিদ্যুৎ চালিত ইঞ্জিন জুড়ে রেক-সহ নিউ মাল থেকে দলগাঁও পর্যন্ত করা হয় ট্রায়াল রান। ডিআরএম মালীগাও বলেন, '' ৩০ জুনের মধ্যে আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত রুটের বৈদ্যুতিকরণের কাজ শেষ করে ফেলার লক্ষ্য রয়েছে। শিলিগুড়ি থেকে নিউ মাল জংশন পর্যন্ত কাজ আগেই শেষ হয়েছিল। নিউ মাল থেকে দলগাঁও পর্যন্ত বৈদ্যুতিকরণের মূল কাজ শেষ হয়ে গিয়েছে। অল্প যা কাজ বাকি আছে, তাও দ্রুত শেষ হয়ে যাবে।''

    সুরজিৎ দে

    First published:

    Tags: North bengal news