Jalpaiguri News: খাগর গাছের ছাল, কাঠের ভুষি দিয়ে ধূপকাঠি বানিয়ে বাজিমাৎ

Last Updated:

গাছের ছাল, কাঠের ভুসি দিয়ে ধূপকাঠি তৈরি করে চমকে দিল জলপাইগুড়ির সুশান্ত

+
title=

জলপাইগুড়ি: পুজো প্রায় এসেই গেল। আর হাতে গোনা ক’টা দিন মাত্র বাকি। এই সময় একটু বেশি অর্থ উপার্জনের আশায় মাত্র দুটি উপকরণ দিয়েই ধূপকাঠি তৈরি করে বাজিমাত করলেন জলপাইগুড়ির সুশান্ত। কম খরচে বেশি লাভের নতুন ব্যবসার পথ দেখালেন তিনি।
ধূপকাঠি এমন একটি জিনিস যা ধার্মিক স্থান থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজকর্মে এর প্রয়োজনীয়তা আছে। সামনেই দুর্গাপুজো। সেখানে প্রচুর ধূপকাঠির প্রয়োজন হয়। এই মুহূর্তে জলপাইগুড়ি শহরের ছোট্ট একটি গ্রামের সকলেই ব্যস্ত এই ধূপকাঠি তৈরিতে। জলপাইগুড়ি শহরের অদূরে তিস্তা পাড়ের এক গ্রাম মরিচবাড়ি। এই গ্রামে এই মুহুর্তে পুরুষ থেকে মহিলা সবাই ব্যস্ত খাগড়া গাছের ছাল আর কাঠের ভুষি দিয়ে ধূপকাঠি বানাতে। মূলত এই দুটি জিনিস দিয়েই তৈরি হয় পূজোর মরশুমে অন্যতম চাহিদার ধূপকাঠি। ধুপকাঠি বানাতে খুব একটা খরচও নেই, সে তুলনায় লাভ অনেকটাই বেশি হয়। পুজোর এই কটা দিন বেশি উপার্জনের আশায় দিনরাত এক করে মরিচগ্রামের সকলে ব্যস্ত ধূপকাঠি তৈরিতে।
advertisement
advertisement
আত্মনির্ভর ভারতে স্বনির্ভর হওয়ার এই এক নতুন পথ দেখালেন সুশান্ত। এতে বেজায় খুশি সকল গ্রামবাসী। ধূপকাঠি তৈরিতে ব্যস্ত সুশান্ত সরকার বলেন, সারা বছর ধূপকাঠির চাহিদা থাকলেও পুজোর সময় এর চাহিদা অনেকটাই বেড়ে যায়। দুর্গাপুজো থেকে সেই কালীপুজো, ছট পুজো পর্যন্ত বাজারে ভালো চাহিদা থাকে এই ধূপকাঠির। মূলত একটি গাছের ছাল, যে গাছের নাম স্থানীয় ভাষায় খাগড়া বলা হয়, সেই গাছের ছালে আঠা থাকে। সেই ছাল মিলিয়ে পিষে এনে কাঠের ভুষি দিয়ে এই ধুপকাঠি তৈরি করা হয়।। মাত্র দুটি উপকরণ দিয়ে ধূপকাঠি বানানোয় এর খরচও কম পড়ছে। এই অবস্থায় পুজোর মরশুমে ভাল লাভ হবে বলে আশা করছেন সবাই।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: খাগর গাছের ছাল, কাঠের ভুষি দিয়ে ধূপকাঠি বানিয়ে বাজিমাৎ
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement