Alipurduar News: ফেল করাদের পাস করানোর দাবিতে উত্তাল ফালাকাটা পলিটেকনিক
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ফেল করা পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে তুমুল ছাত্র বিক্ষোভ ফালাকাটা পলিটেকনিক কলেজে
আলিপুরদুয়ার: ফেল করাদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে উত্তাল হল ফালাকাটা পলিটেকনিক কলেজ। অনুত্তীর্ণ পড়ুয়ারা পাস করানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকেই কলেজের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। জানা গিয়েছে, ফালাকাটা পলিটেকনিক কলেজের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ৯০ শতাংশ পড়ুয়াই লিখিত পরীক্ষায় ফেল করেছে।
বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়াদের দাবি, তারা ভাল পরীক্ষা দিয়েছিল তারপরেও তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। ভাল পরীক্ষা দেওয়ার পরেও কেন এমন খারাপ ফল হল? এই প্রশ্ন তুলে ক্লাস বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এই ইস্যুতে মঙ্গলবার সকাল থেকেই অচলাবস্থা শুরু হয় ফালাকাটা পলিটেকনিক কলেজে। তাদের খারাপ ফলের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী বলে জানায় ক্ষুব্ধ পড়ুয়ারা।
advertisement
advertisement
ইকবাল হাসান নামে এক পড়ুয়া জানায়, ভাল পরীক্ষার পরও বেশিরভাগ কেন ফেল করল সেটা অবশ্যই জানতে হবে। কাউন্সিলের নাকি কলেজের, কার গাফিলতিতে এমনটা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে ওই ছাত্র। পাশাপাশি ফেল করা সকলকে পাস করিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এই বিষয়ে ফালাকাটা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মৃণালকান্তি ব্যাধ বলেন, প্র্যাক্টিকাল পরীক্ষায় পাশ করেছে সকলে। কিন্তু লিখিত পরীক্ষায় ২৪ নম্বর তুলতে পাড়েনি অনেকেই। কেন পাড়ল না সেটা আমাদের জানা নেই। তবে পড়ুয়ারা চাইলে রিচেক করতে পারে পরীক্ষার খাতা।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2023 5:12 PM IST









