Jalpaiguri News: শীতকালীন ফুল গাছের চারা কিনতে ব্যস্ত জলপাইগুড়িবাসী

Last Updated:

শীত পড়তেই উত্তরবঙ্গের আবহাওয়ায় ঝটপট ফুটে ওঠে রঙবেরঙের নানান প্রজাতির ফুল।যা কিনা শোভা বাড়ায় ফ্ল্যাটের ব্যালকনি থেকে ড্রইং রুমের। সময়ের সঙ্গে সাধারণ মানুষের বাসস্থান আজ বিঘা থেকে স্কোয়ার ফুটে এসে দাঁড়িয়েছে।

+
title=

#জলপাইগুড়ির : শীত পড়তেই উত্তরবঙ্গের আবহাওয়ায় ঝটপট ফুটে ওঠে রঙবেরঙের নানান প্রজাতির ফুল।যা কিনা শোভা বাড়ায় ফ্ল্যাটের ব্যালকনি থেকে ড্রইং রুমের। সময়ের সঙ্গে সাধারণ মানুষের বাসস্থান আজ বিঘা থেকে স্কোয়ার ফুটে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে এক প্রকার বাধ্য হয়েই মেটাতে হচ্ছে ফুল গাছের শোভা। স্বাভাবিক ভাবেই ফুল গাছ বিক্রির আদবকায়দাও বদলেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। ছোটো ছোটো মাটির এবং প্লাস্টিকের বালতিতে চারা গাছ বানিয়ে শহরমুখী আজ বহু ফুল গাছ বিক্রেতা।
এমনই এক বিক্রেতা স্বপন রায় জানালেন, এবার ও ভালোই চাহিদা বিভিন্ন ফুল গাছ সহ অর্কিডের। নিজের বাড়ি সাজাতে ফুল প্রেমী পূর্বালী গুহ চক্রবর্তী বেজায় খুশি। পথের ধারে এতো সুন্দর ফুল গাছের বাজার পেয়ে, দাম প্রসঙ্গে জানালেন, নিজেদের হাত খরচ কিছুটা কাম করলেই এই শখ মেটানো যায়। করোনা অতিমারী বাড়িয়েছে গাছের প্রতি মানুষের প্রেমের মাত্রা, এমনটাই মনে করেন জলপাইগুড়ি শহরের অপর এক গাছ প্রেমী শুভ্রজিৎ ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! বাইক নিয়ে রাস্তা থেকে খাদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
তিনি বলেন, এই পথের ধারের অস্থায়ী দোকান গুলোতেও অনেক মূল্যবান অর্কিড, সহ বিভিন্ন অঞ্চলের কিছু বিশেষ ফুলগাছও পাওয়া যায়।দীর্ঘ সময় থেকে এই শহরে নিজের বাড়িতে ফুল এবং অর্কিড নিয়ে চর্চা করে আসছি। তবে করোনা অতিমারী যেন মানুষকে শিক্ষা দেওয়ার পাশাপাশি ফুল এবং অন্যান্য গাছের প্রতি প্রেমকে অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে, যেটি সমগ্র পৃথিবীর জন্যই বেশ ভাল।
advertisement
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: শীতকালীন ফুল গাছের চারা কিনতে ব্যস্ত জলপাইগুড়িবাসী
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: 'মহারাষ্ট্র- বিহারেও একই জিনিস হয়েছিল!' নাম বাদ দিতে গুচ্ছ-গুচ্ছ ফর্ম পাচার, অভিযোগ মমতার
'মহারাষ্ট্র- বিহারেও একই জিনিস হয়েছিল!' নাম বাদ দিতে গুচ্ছ-গুচ্ছ ফর্ম পাচার, অভিযোগ মমতার
  • ফের এসআইআর হয়রানি নিয়ে সরব মুখ্যমন্ত্রী৷

  • বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, অভিযোগ মমতার৷

  • গাড়িতে করে পাচার করা হচ্ছে ভোটারদের এসআইআর ফর্ম, দাবি মুখ্যমন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement