Elephant Death: আবার ডুয়ার্সে হাতির অস্বাভাবিক মৃত্যু, ধান ক্ষেতে মিলল দেহ
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ডুয়ার্সে আবারও হাতির মৃত্যু। জঙ্গল লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল পূর্ণবয়স্ক পুরুষ হাতির দেহ
জলপাইগুড়ি: ডুয়ার্সে ফের হাতির মৃত্যু। শনিবার সকালে মালবাজারের তুড়িবাড়ি এলাকার লিম্বু বস্তির ধান ক্ষেতে একটি পুরুষ হাতির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিকটবর্তী জঙ্গল থেকে এক দল হাতি তুড়িবাড়ি এলাকায় ঢুকে পড়ে। গোটা রাত তারা বস্তির আশেপাশে ঘুরে বেড়িয়েছে। এদিন ভোরে হাতির দলটি আবার জঙ্গলে চলে যায়। কিন্তু সকাল হতেই বস্তির মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন একটি হাতি ধান ক্ষেতের পাশে মৃত অবস্থায় পড়ে আছে। বিষয়টি দেখে হতচকিত হয়ে যান এলাকাবাসী। তাঁরা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর পাঠান। স্থানীয়দের থেকে খবর পেয়ে মালবাজার বন্যপ্রাণ শাখার বন দফতরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।
advertisement
advertisement
মৃত হাতিটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছেন বনকর্মীরা। এদিকে কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে রীতিমত ধোঁয়াশা দেখা দিয়েছে। উল্লেখ্য দিন কয়েক আগেই একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল। চাষের জমিতে ঢুকতে যাওয়ার সময় বেড়ার বিদ্যুতের তারে শুঁড় ঠেকে যাওয়ায় মৃত্যু হয় তার। সেই ঘটনার কয়েকদিন পর আবার একটি হাতির মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 28, 2023 5:22 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Elephant Death: আবার ডুয়ার্সে হাতির অস্বাভাবিক মৃত্যু, ধান ক্ষেতে মিলল দেহ








