Lakshmi Puja 2023: জিনিসপত্র অগ্নিমূল্য, লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
জিনিসপত্রের দামে যেন আগুনের ছোঁয়া। লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই নিয়ে ক্রেতা থেকে বিক্রেতা কে কী বলছে শুনুন
পুরুলিয়া: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এরমধ্যে সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজো সদ্য শেষ হলেও শনিবার আরেক উল্লেখযোগ্য পুজো কোজাগরীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। শহর থেকে গ্রাম সর্বত্র বাড়িতে বাড়িতে দেবী লক্ষ্মীর আরাধনা হচ্ছে। তবে বেশ কিছু জায়গায় বড় করে বারোয়ারি লক্ষ্মীপুজোও নজরে এসেছে। এদিকে বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য লক্ষ্মী পুজোর আনন্দে রীতিমতো বাধা সৃষ্টি করছে। ফল থেকে সবজি সবকিছুর চড়া দামের ফলে লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে রীতিমত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।
লক্ষ্মীপুজোর সময় প্রতিবছরই বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। তবে এবার সব কিছুর দাম এতটাই বেশি যে পুজোর ফলমূল বা ভোগের আনাজপাতি কিনতে গিয়ে রীতিমতো টান পড়ছে পকেটে। তবুও ধন দেবীর আরাধনার জন্য মানুষ বাধ্য হয়ে সবকিছুই অল্প অল্প করে কিনছে। এই বিষয়ে পুরুলিয়ার এক ব্যবসায়ী বলেন, জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা যে দামে কিনছি সেই দাম ওঠানোর জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ফলে ক্রেতাদের উপর চাপ বাড়ছে।
advertisement
advertisement
এক ফল বিক্রেতা জানান, সমস্ত জিনিসেরই দাম বেড়েছে। পুজোর কথা মাথায় রেখে মানুষ বেশি দাম দিয়েই ফল কিনছে। প্রতিনিয়ত যে হারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে নাজেহাল দশা হয়েছে সাধারণ মানুষের। উৎসবের দিনগুলিতে বাজারদর আরও অনেক গুণ বেড়ে যায়। তবুও রীতি ও নিয়ম রক্ষার তাগিদে দাম বেশি দিয়ে হলেও জিনিস কিনতে হয় সাধারণ মানুষকে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 2:58 PM IST