Lakshmi Puja 2023: হারিয়ে যাওয়ার মুখে লক্ষ্মী পুজোর পুরনো ঐতিহ্য, বাজার ছেয়েছে স্টিকার আলপনা

Last Updated:

লক্ষী পুজোর সঙ্গে আলপনা বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কিন্তু আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে বাঙালির এই পুরানো ঐতিহ্য। বদলে বাজারে দাপাচ্ছে আলপনার স্টিকার

+
title=

কোচবিহার: কোজাগরি লক্ষ্মী পুজো মানেই ঠাকুর ঘর থেকে বাড়ির বারান্দা এবং চৌকাঠ সেজে উঠবে হাতের আলপনায়। চালের গুঁড়ি বা খড়ি মাটি দিয়ে নানান নকশার আলপনা গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাঙালির এই ঐতিহ্য। বদলে জায়গা করে নিচ্ছে স্টিকার আলপনা। আজকাল শহর তো বটেই, এমনকি গ্রামেরও বহু বাড়িতে লক্ষ্মীপুজোর দিন আলপনার স্টিকার চিপটিয়ে কাজ সেরে ফেলতে দেখা যাচ্ছে মানুষজনকে।
লক্ষ্মী পুজো মানেই বাড়িজুড়ে আলপনা দেওয়া আর নাড়ু তৈরি এটা ছিল বাঙালির ঐতিহ্য। তবে আধুনিকতার দাপটে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এই প্রসঙ্গে কোচবিহারের এক ভ্রাম্যমাণ আলপনার স্টিকার বিক্রেতা রঞ্জিত কর্মকার জানান, বেশ কয়েক বছর আগে থেকে বাজারে প্লাস্টিক স্টিকারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় প্রত্যেকটি পরিবার ছোট হয়ে আসায় হাতে করে আলপনা দেওয়া আর সম্ভব হচ্ছে না। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই আলপনা দিতে জানেও না। তাই স্টিকার আলপনা দিয়ে সেই খামতি দূর করা হচ্ছে। বর্তমানে লক্ষ্মী পুজোর আগে স্টিকার আলপনা ভাল বিক্রি হয় বলে জানান তিনি।
advertisement
advertisement
অনামিকা অধিকারী নামে এক স্টিকার আলপনা ক্রেতা জানান, বাড়িতে লোকের সংখ্যা কমে যাওয়ায় বাধ্য হয়ে এখন আলপনার স্টিকার কিনে পরিস্থিতি সামলাচ্ছেন। এতে সময় অনেকটা বেঁচে যায়। তবে তিনি স্বীকার করেছেন, আগে সকলে মিলে হাত দিয়ে যে আলপনা আঁকা হতো তার আমেজ এবং উন্মাদনা অন্যরকম ছিল।
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Lakshmi Puja 2023: হারিয়ে যাওয়ার মুখে লক্ষ্মী পুজোর পুরনো ঐতিহ্য, বাজার ছেয়েছে স্টিকার আলপনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement