Jalpaiguri News: দলীয় বৈঠকে যোগ দিতে ‌যাওয়ার পথে দুর্ঘটনা! সিপিএম নেতার মৃত্যুতে শোকের ছায়া ধূপগুড়িতে

Last Updated:

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু!

জলপাইগুড়ি: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দিতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিপিএমের লোকাল কমিটির সদস্যের।ঘটনায় আহত আরও ১ । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা ধীরেন দোকান সংলগ্ন এলাকায়।
মৃত কানু রায় বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুরামারী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।মৃত ব্যক্তি বানারহাটের সিপিআইএমের সদস্য। আহত ব্যক্তির নাম অমিত রায়। তাঁর বাড়িও দুরামারী এলাকায়।আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে বুধবার ধূপগুড়ির সিপিআইএমের দলীয় কার্যালয়ে আসার পথে আংরাভাষা ধীরেন দোকান সংলগ্ন এলাকার রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন ২ ব্যক্তি। সেই সময় আচমকাই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ছোট গাড়ি ধাক্কা মারলে রাস্তার পাশেই ২ জন ছিটকে পড়ে।
ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার ও দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে পৌঁছে আহত ২ জনকে উদ্ধার করে  ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা।  পরে তাঁদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করে। আরেকজনের আঘাত গুরুতর হওয়ার তাঁকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। মৃতরও ব্যক্তির দেহ পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে।ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার জানান “আমাদের দলীয় নেতার মৃত্যুতে অপরূণীয় ক্ষতি হয়ে গেল দলের।খুবই দুঃখজনক ঘটনা যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।”
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: দলীয় বৈঠকে যোগ দিতে ‌যাওয়ার পথে দুর্ঘটনা! সিপিএম নেতার মৃত্যুতে শোকের ছায়া ধূপগুড়িতে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement