Bangla News: অদ্ভূত রীতি! পশ্চিম মুখে হয়েই চলে 'এই' মন্দিরের পুজো, রোমহর্ষক ইতিহাস

Last Updated:

Bangla News: স্বাধীনতার পূর্বে এক মুসলিম ধর্মাবলম্বী পরিবারে স্বপ্নাদেশ পেয়েছিলেন মন্দির প্রতিষ্ঠার, সেই থেকেই পশ্চিম দিকে মুখ করেই চলে আসছে ধাপগঞ্জের জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের পাশে ধাপ চণ্ডীর মন্দিরে পুজো।

+
প্রাচীন

প্রাচীন ধাপচণ্ডী মন্দির

জলপাইগুড়ি: লোককথায় বলে স্বাধীনতার পূর্বে কোনও এক মুসলিম ধর্মাবলম্বী পরিবারে স্বপ্নাদেশ পেয়েছিলেন মন্দির প্রতিষ্ঠার, সেই থেকেই পশ্চিম দিকে মুখ করেই চলে আসছে ধাপগঞ্জের জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের পাশে ধাপচণ্ডী মন্দিরের পুজো।
উত্তরবঙ্গের অন্যতম প্রাবন্ধিক উমেশ শর্মার কাছে যে লোককথার ইতিহাস জানা যায় তাতে তিনি এটাও বলেন, ১৯৫৪ সালে জলপাইগুড়ি হলদিবাড়ী সড়ক নির্মাণ কাজের বরাত পাওয়া ঠিকাদার এই মন্দিরটি নির্মাণ করে, এ ছাড়াও তিনি বলেন আরেকটি মিথ রয়েছে, এই ধাপ চণ্ডী মন্দিরকে ঘিরে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাজারে এসেছে ইলিশ, ৬০০ গ্রাম-১ কিলোর ইলিশ কত দামে বিক্রি হচ্ছে? জানুন
শোনা যায়, হুসেন শাহ যখন তৎকালীন কোচবিহার জেলার গসানিমাড়ি দখল করার জন্য যুদ্ধ করেছিলেন সেই সময় এই মন্দিরটি ধ্বংস করেছিলেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই মন্দিরে কোনও বিগ্রহ নেই, পশ্চিমদিকে মুখ করেই সবাই পুজো করে ছোটবেলা থেকেই দেখছি।
advertisement
মন্দিরের পাশেই বাড়ি ফানিরানি নিয়োগীর। তিনি জানান, খুবই জাগ্রত এই মন্দির, বৈশাখে চণ্ডীর পুজো যেমন হয় তার সঙ্গে এলাকার মানুষের বাড়ির যে কোনও সামাজিক অনুষ্ঠান হলেই এই মন্দিরে অবশ্যই পুজো দিতে আসবে সবার প্রথমে, কয়েক দশক ধরে দেখে আসছি পশ্চিম দিকে মুখ করে সবাই পুজো দেয় একটি উঁচু ঢিবিকে, এ ছাড়া কোনও বিগ্রহ নেই।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: অদ্ভূত রীতি! পশ্চিম মুখে হয়েই চলে 'এই' মন্দিরের পুজো, রোমহর্ষক ইতিহাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement