Ilish Price: বাজারে এসেছে ইলিশ, ৬০০ গ্রাম-১ কিলোর ইলিশ কত দামে বিক্রি হচ্ছে? জানুন

Last Updated:

Ilish Price: জেলার মাছ বাজারে অল্প স্বল্প ইলিশের দেখা পাওয়া গেলেও, ইলিশ কিনতে গিয়ে ভাবতে হচ্ছে ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছেন এই মুহূর্তে ইলিশের যোগানোও কম রয়েছে।

+
ইলিশ

ইলিশ

দুর্গাপুর: বর্ষা ঢুকেছে বাংলায়। মাছ-ভাত প্রিয় বাঙালি নজর রয়েছে ইলিশের দিকে। কিন্তু জেলার বাজারে ইলিশে হাত দিতে গেলে হাত পুড়ছে। কারণ ইলিশ এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। ৬০০-৮০০ গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রায় ৮০০ টাকায়। একটু বড় ইলিশ হলে তা বিকোচ্ছে হাজার টাকা বা তারও বেশি দামে। ফলে জেলার মাছ বাজারে অল্প স্বল্প ইলিশের দেখা পাওয়া গেলেও, ইলিশ কিনতে গিয়ে ভাবতে হচ্ছে ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছেন এই মুহূর্তে ইলিশের যোগানও কম।
তাহলে মধ্যবিত্তের পাতে কবে ইলিশ উঠবে? জেলার মৎস্য ব্যবসায়ীদের ধারণা, এখনও প্রায় তিন সপ্তাহ থেকে এক মাস সময় লাগতে পারে জেলার বাজারগুলিতে ইলিশের যোগান বাড়তে। যোগান বাড়লে কিছুটা দাম কমবে। তখন বড় সাইজের ইলিশও পাওয়া যাবে। ফলে এখন ছোট ইলিশের ব্যাপক দামও অনেকটাই কমতে পারে বলে আশা। পাশাপাশি যোগান বাড়লে ক্রেতাদের চাহিদাও পূরণ করা যাবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সকাল থেকে ভাসছে বাংলা, ফের আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, দেখুন তালিকা
যদিও দাম বেশি হলেও, অনেকেই ইলিশ কিনছেন। বর্ষার শুরুতেই ইলিশের স্বাদ উপভোগ করতে বাড়তি টাকা খরচ করছেন তাঁরা। ক্রেতারা বলছেন, ছোট ইলিশ কিনতে হচ্ছে। দামও বেশি। আবার বড় ইলিশের তুলনায় স্বাদও কম। কিন্তু জলের রুপোলি শস্যের প্রতি লোভ সংবরণ করা বেশ কষ্টকর। তাই বাড়তি টাকা খরচ করে ইলিশ নিয়ে যাচ্ছেন অনেকে।
advertisement
তবে যারা এই মুহূর্তে ইলিশের অনেকটা বেশি দাম দেখে পিছিয়ে রয়েছেন, তারাও আশা করছেন আগামী আরও কয়েকটা দিন গেলে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের চলে আসবে।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ilish Price: বাজারে এসেছে ইলিশ, ৬০০ গ্রাম-১ কিলোর ইলিশ কত দামে বিক্রি হচ্ছে? জানুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement