WB Panchayat Election 2023: বয়স সংখ্যা মাত্র! এবার পঞ্চায়েত ভোটে লাল ঝান্ডা হাতে ময়দানে লড়ছেন বৃদ্ধ দম্পতি
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
WB Panchayat Election 2023: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফের লড়াইয়ের ময়দানে নেমেছে হিলির বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সস্ত্রীক বিদ্যুৎ হালদার।নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন দুই আরএসপি প্রার্থী স্বামী ও স্ত্রী।
দক্ষিণ দিনাজপুর: নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন দুই আরএসপি প্রার্থী স্বামী ও স্ত্রী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওই দুই প্রার্থীই নজর কড়েছে সকলের।
হিলির বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ হালদার। পেশায় তিনি প্রাক্তন শিক্ষক। ৬৬ বছর বয়সি ওই বৃদ্ধ দক্ষিণ দিনাজপুর জেলার ১৪ নম্বর আসনের আরএসপি প্রার্থী। তিনি দুঁদে রাজনীতিবিদও। ছাত্রজীবন থেকে তিনি বাম রাজনীতিতে হাত পাকিয়েছেন।
advertisement
advertisement
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তৃণমূলের কাছে পরাজিত হয় বিদ্যুৎ হালদার। তবে অভিযোগ, তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকভাবে সন্ত্রাস চালিয়েছিল। বাড়িতে চড়াও হয়ে ভাংচুর করার পাশাপাশি গুন্ডা বাহিনীর শাসানীর মুখে পড়তে হয়। ওই হিংসার স্মৃতি আজও তাড়া করচ্ছে হালদার পরিবারকে।
advertisement
১৯৮৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। তারপরে হিলি পঞ্চায়েত সমিতিতে ১৯৮৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জনস্বাস্থ্য বিভাগের দ্বায়িত্ব পালন করেন। ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। ২০১৩তে পুনরায় পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। টানা দশ বছর হিলি পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছেন ওই আরএসপি প্রার্থী। আরএসপির জেলা কমিটির এগজিকিউটিভ বডির সদস্যও রয়েছেন।
advertisement
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফের লড়াইয়ের ময়দানে নেমেছে সস্ত্রীক বিদ্যুৎ হালদার। প্রতিদিন দু’দফায় প্রচারে বেরোচ্ছেন বৃদ্ধ দম্পতি।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 28, 2023 12:42 PM IST









